ভারত চীন সীমান্তে সংঘর্ষ, শহীদ ৩ ভারতীয় সেনা, পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে বৈঠকে সেনাপ্রধানরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারত চীন সীমান্তে সংঘর্ষ, শহীদ সেনা অফিসার সহ ৩ ভারতীয় সেনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সুত্রে খবর মৃত তিন সেনা জওয়ানের মধ্যে একজন কর্নেল ছিলেন।
ইতিমধ্যেই জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষের সেনা প্রধানদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। যদিও চিনের তরফে কোনও হতাহতের খবর প্রকাশ্যে আনা হয়নি।
সীমান্তের সুরক্ষা নিয়ে বৈঠক শুরু করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেনাপ্রধান বিপিন রাওয়াত।
ভারতের তরফে কোনওরকম একতরফা পদক্ষেপ যাতে না নেওয়া হয়। সেকথা জানিয়েছে চিনের পররাষ্ট্র মন্ত্রক।
গাড়ওয়াল উপত্যকায় ডিএসক্যালেশান চলাকালীন এই হামলা চালানো হয়েছে। যা ডিএসক্যালেশনকে টপকে গিয়ে এই মুহুর্তে হাই এসক্যালেশন পর্বে চলে গিয়েছে।
কিছুদিন আগেই চিন নিয়ে ভারত সরকারের অবস্থান জানতে কেন্দ্রকে আবেদন জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু সরকারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। সোমবারের ঘটনা নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।
এর আগে সংসদে এবং সংসদের বাইরে সত্তরের দশকে ভারত চিন সংঘর্ষ নিয়ে কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি সরকার।
সোমবার ৩ সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা সরকারের জন্য নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাড়িয়েছে তা বলার অবকাশ থাকে না।
Senior military officials of India and China currently meeting to defuse situation in Ladakh:Army
— Press Trust of India (@PTI_News) June 16, 2020
Indian Army officer and two soldiers killed in Ladakh's Galwan Valley on Monday night during "violent face off" with Chinese: Army
— Press Trust of India (@PTI_News) June 16, 2020
স্বাভাবিকভাবে চিনের সঙ্গে মোদি সরকারের কুটনৈতিক পদক্ষেপের ব্যর্থতার কথা তুলে ধরল এই ঘটনা। চিনের তরফে জানানো হয়েছে সীমান্ত লঙ্ঘন করে চিনের মধ্যে ঢুকে পড়ে ভারতীয় সেনা। সেখান থেকেই দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
Indian troops on Monday seriously violated consensus of the two sides by illegally crossing the border twice & carrying out provocative attacks on Chinese soldiers, resulting in serious physical clashes, China's Global Times quotes their Foreign Minister
— ANI (@ANI) June 16, 2020
চিন এবং ভারতের সংঘর্ষে দুপক্ষের সেনা নিহত হয়েছে। এমনটাই ভারতীয় সেনা সুত্রে খবর।
Army amends statement, says "casualties suffered on both sides" in "violent face-off" during de-escalation process with China in Galwan Valley, Ladakh. pic.twitter.com/rZAg83hr3Q
— ANI (@ANI) June 16, 2020
এর আগে লাদাখের প্যাংগং লেকের কাছে ভারত এবং চিন সেনার বচসার ভিডিও সামনে উঠে আসে। যা কিন্তু দুই দেশের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
দুপক্ষের মধ্যে কোনওরকম গোলাবর্ষণ হয়নি। বরং পাথরের ঘায়ে তিন সেনার মৃত্যু হয়েছে। এমনটাই সুত্রের খবর।
আজই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চিন এবং নেপাল সীমান্তের সমস্যা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হতে পারে বলা মনে করা হচ্ছে।
দুপুর ৩ টে থেকে শুরু হবে বৈঠক।