আইপিএল ২০২০ঃ মরুপ্রদেশে মুম্বইয়ের কঠিন লড়াই

শুভজিৎ চক্রবর্তী

চার বার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এবারের লড়াই বেশ কঠিন হবে। কারণ এবার করোনার কারণে ভারতের পরিবর্তে আইপিএলের আসর বসেছে আরব আমিরশাহীতে। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে এবারেও কিন্তু টপ ফেবারিট গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

দলে ব্যাটিংয়ের পাশাপাশি ধারালো বোলিং আক্রমণ থাকায় সুবিধা হবে রোহিত শর্মার। আন্তর্জাতিক বিভাগের মতো এখানেও ব্যাটিংয়ে টপ আর্ডারে থাকছেন রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি ক্রিজে প্রথম ৭ থেকে ৮ ওভার এই ওপেনিং জুটি টিকে যায় তাহলে অনায়াসে ১৭০ থেকে ১৮০ রান পার করতে পারবে মুম্বই।

সেইসঙ্গে ফার্স্ট ডাউন এবং সেকেন্ড ডাউনে ইশান কিশান এবং সুর্যকুমার যাদবকে ব্যবহার করে ক্রেডিট নিতে পারে টিম শর্মা। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সুর্যকুমার যাদবের সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি একজন তুখর ব্যাটসম্যান।

পরবর্তীতে পান্ডেয়া ব্রাদার্স রান তুলে দিতে সক্ষম হবে। তবে এর আগে আইপিএলে কম্পলিট অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডেয়াকে সেভাবে দেখা যায়নি। চোট সারিয়ে চলতি আইপিএল সিজনে কতটা নিজের জায়গা শক্ত করতে পারেন হার্দিক সেটাও দেখার।

পাশাপাশি পোলার্ডের মতো বিগ হিটার থাকাও শেষ মুহুর্তে বেশ ফায়দা তুলবে মুম্বই। যদিও সিপিএল খেলে সদ্য আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন পোলার্ড সেক্ষেত্রে ক্যারবিয়ান ক্রিকেটারের ধারাবাহিকতা নিয়ে একটা সন্দেহ থাকছেই।

বোলিং লাইনে প্রথমের সারিতে রয়েছে এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের দুই দুর্ধর্ষ পেসার ট্রেন্ট বোল্ট এবং জাশপ্রিত বুমরাহ। শুরুতে মালিঙ্গার দেখা পাচ্ছেন না মুম্বই ফলোয়ার্সরা। সেক্ষেত্রে ম্যাকলেহানকে ব্যবহার করতে পারেন স্কিপার রোহিত। স্পিনিংয়ের ক্ষেত্রে ক্রুণাল পান্ডেয়া এবং রাহুল চাহারের ওপর ভরসা রাখতে হচ্ছে মুম্বইকে।

প্রথম একাদশে যাদের নাম খুব কাছাকাছি ঘোরাফেরা করছে তারা হলেন, ক্রিশ লিন, সৌরভ তিওয়ারি এবং অনুকুল রায়ের নাম। চলতি সিজনে রঞ্জি এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেটে বেশ চমকপ্রদ পারফরম্যান্স রয়েছে সৌরভের। সাবস্টিটিউট হিসাবে প্রথমেই থাকছে তাঁর নাম। তবে বিগ হিটার ক্রিশ লিনকে প্রথম একাদশে দেখা না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিপদে অনুকুল রায়কে ব্যবহারের কথা ভাবতে পারেন রোহিত।

তবে পুরো টিমে এই মুহুর্তে সবচেয়ে বেশী চর্চা রয়েছে দিগ্বিজয় দেশমুখকে নিয়ে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কাই পো ছে’ ছবিতে সুশান্তের ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন দিগ্বিজয়। অন স্ক্রিনের তারকার আবির্ভাব একেবারে রিয়েল লাইফের বাইশ গজে। ক্রিকেটের মহা ইভেন্টে দিগ্বিজয়ের আবির্ভাবের আগেই সুশান্তের চলে যাওয়াটা বেদনাদায়ক।

সব মিলিয়ে প্রথম একাদশ ছেড়েও বাকি খেলোয়াড়রা অন্য দলকে টক্কর দিতে পিছু হটবে না তা বলাই যেতে পারে। তবে প্রত্যেকবারের তুলনায় এবারের আইপিএল।বেশ চ্যালেঞ্জিং হবে মুম্বইকারদের জন্য। তাই মাঝপথে গতি শ্লথ না করে প্রথম থেকেই ফুল স্পিডে খেলতে হবে টিম রোহিতকে।

সম্পর্কিত পোস্ট