IPS Nandini Chakraborty : রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রসচিব পদে IPS নন্দিনী চক্রবর্তী

রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রসচিব

The Quiry : IPS Nandini Chakraborty তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। এবার বিতর্কিত আইপিএস নন্দিনী চক্রবর্তী উপর ভরসা করল রাজ্য সরকার। রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে নন্দিনী চক্রবর্তী নামেই সিলমোহর। বর্তমানে পর্যটন দফতরের সচিব পদে রয়েছেন নন্দিনী। সেখান থেকে সরিয়ে স্বরাষ্ট্র সচিব পদে আনা হতে পারে তাঁকে।

নন্দিনী চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। সি ভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে বিতর্কের মুখে পড়তে হয়। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও উল্লেখ করেন বিজেপি নেতারা। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতিও দিয়ে দেন।

IPS Nandini Chakraborty : রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রসচিব পদে IPS নন্দিনী চক্রবর্তী

আরও খবর- Bali corruption : বালি দুর্নীতি তে নজর এবার ইডি ও সিবিআইয়ের, নাম রয়েছে শাসক দলের বহু নেতার!

কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব পদের জন্য বি এস গোপালিকার নামে অনুমোদন মিলেছে। এদিনই দুপুর ২ টোর পর দায়িত্ব নিচ্ছেন গোপালিকা। এতদিন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যের আর্থিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে হরিকৃষ্ণ দ্বিবেদীকে।

সম্পর্কিত পোস্ট