5G ফোন নিয়ে ভারতের বাজারে প্রবেশ করল iQoo
আনুষ্ঠানিক ভাবে iQoo3 দিয়েই ভারতের বাজারে প্রবেশ BBK Electronics Corporation -এর সাব ব্র্যান্ড iQoo ।
দ্য কোয়ারি ডেস্ক- প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে গিয়েছে স্মার্টফোনের দুনিয়া । সোমবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল দেশের প্রথম 5G প্রযুক্তির স্মার্টফোন Realme X50 Pro 5G ।
iQoo-র স্মার্টফোন iQoo3
২৪ ঘন্টা পেরোনের আগেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করল দ্বিতীয় 5G প্রযুক্তির স্মার্টফোন iQoo 3 ।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Realme কে কড়া টক্করের মুখে ফেলার ক্ষমতা রাখে iQoo 3 ।
আনুষ্ঠানিক ভাবে iQoo3 দিয়েই ভারতের বাজারে প্রবেশ BBK Electronics Corporation -এর সাব ব্র্যান্ড iQoo ।
ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন ।
এছাড়াও ফোনের ভিতরে রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের Snapdragon 865 চিপসেট । সর্বাধুনিক LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ।
iQoo 3 ০-তে রয়েছে HDR 10+ ডিসপ্লে, 180 Hz টাচ রেসপন্স ও 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ।
iQoo-র স্মার্টফোন iQoo3 -র স্পেসিফিকেশন
iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে ।
ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে । ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন : ভারতের বাজার কাঁপাবে Realme-র 5G ফোন
iQoo 3 -র পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ । যার একটিতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে ।
সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ।
এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনের ভিতরে রয়েছে 55W ফার্স্ট চার্জ সাপোর্টযুক্ত 4,440 mAh ব্যাটারি ।
iQoo 3 -র দাম
ভারতের বাজারে 4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3 । 8GB RAM + 128GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে iQoo 3 -র দাম 36,990 টাকা ।
আরও পড়ুন : ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করা যাবে না মেসেঞ্জার
8GB RAM + 256GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 39,990 টাকা ।
5G ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে iQoo 3 কিনতে 44,990 টাকা খরচ হবে ।
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই iQoo.com ও Flipkart থেকে ফোনের বিক্রি শুরু হবে।