স্ত্রী সুতপার ফেসবুকের প্রোফাইলে স্বামী ইরফানের সঙ্গে ছবি -আজ শুধুই স্মৃতি
রাহুল গুপ্ত
আজ শুধুই স্মৃতি। যে স্মৃতি আছে ফেলে আসা দিনগুলো থেকে ছবি , প্রত্যেকদিনের মধ্যেই। চলে যায় প্রিয়মানুষ থেকে যায় স্মৃতি , জীবনের শেষ দিন পর্যন্ত।
প্রয়াত স্বামীকে ঠিক এতটাই ভালবাসতেন সুতপা। গতকালই মারা গেছেন বলিউড অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্ত্রী সুতপা সিকদার তাঁর ফেসবুক প্রোফাইলে একমাস আগেই একটি ছবি পোস্ট করেছিলেন।
ফের ধাক্কা ,ক্যান্সারের কাছে হেরে গেলেন বলিউডের প্রথম চকোলেট হিরো
যে ছবিতে স্বামী ইরফান খানের সঙ্গে রয়েছেন তিনি। ছবি দেখে বোঝাই যাচ্ছে হোলির সময় সেটি তোলা হয়েছিল। দু’জনের মুখেই রয়েছে রং।
গত ২১ মার্চ ছবিটি পোস্ট করেছিলেন সুতপা। ছবিটি তাঁর ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবেই রয়ে গেছে। এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ছবিটি পোস্ট করার কিছুদিন পরেই অন্ত্রে সংক্রমণ ধরা পড়ে অভিনেতার।
ভারসোভা কবরস্থানে ইরফানের শেষকৃত্য সম্পন্ন করেন দুই ছেলে বাবিল ও অয়ন। স্ত্রী ছাড়াও শেষকৃত্যে হাজির ছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ, টিগমাংশু ধুলিয়া ছাড়াও কপিল শর্মা, মিকা সিং, রাজপাল যাদব।
গোটা বলিউড টুইটারে শেষ শ্রদ্ধা জানায় প্রয়াত অভিনেতাকে।