করোনা চিকিৎসায় অনিয়ম ও গাফিলতির অভিযোগে আটটি নার্সিংহোমকে শোকজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা চিকিৎসায় অনিয়ম ও গাফিলতির অভিযোগে শিলিগুড়ির আটটি নার্সিংহোমকে শোকজ় করল স্বাস্থ্য বিভাগ। গত ১৫ দিনে শহরের ওই নামিদামি নার্সিংহোমগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল।
রোগীর পরিজনদের অভিযোগ পেয়ে, স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বেশ কিছু নার্সিংহোম পরিদর্শনে নামেন। সেখানেই দেখা যায় নার্সিংহোমগুলির বিরুদ্ধে প্রাপ্ত বেশ কিছু গাফিলতির অভিযোগ সর্বৈব সত্য।
পাশাপাশি করোনা চিকিৎসায় অতিরিক্ত বিল ধরানো এবং স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও উঠেছে। এই সব বিষয়গুলির কারণেই আটটি নার্সিংহোমকে শোকজ় করেছে স্বাস্থ্যবিভাগ। ইতিমধ্যে শোকজ় নোটিস পাঠিয়ে ওই নার্সিংহোমগুলিকে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে বাতিল করা হতে পারে তাদের লাইসেন্সও।
আপনি এখন চ্যালেঞ্জের মুখোমুখি মুখ্যমন্ত্রী….
দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, “শহরের বেশ কিছু নার্সিংহোমকে শোকজ় করা হয়েছে। গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা হবে না। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।”
করোনা পরিস্থিতিতে শুরু থেকেই শহরের একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে। করোনার চিকিৎসায় অতিরিক্ত বিল ধরানো, বিল না দিলে দেহ আটকে রাখা, ওষুধের অতিরিক্ত বিল ধরানো, পরিকাঠামো না থেকেও করোনার চিকিৎসা করা-সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল নার্সিংহোমগুলির বিরুদ্ধে ।
এরপরই পরিদর্শনে নামে স্বাস্থ্য বিভাগ। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে বিশেষ দল নার্সিংহোমগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি পরিকাঠামো এবং বিল যাচাই করতে শুরু করে। এরপরই ওই নার্সিংহোমগুলিকে শোকজ় করে স্বাস্থ্য বিভাগ।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বারবার হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সতর্ক করা সত্ত্বেও তাতে যে কেউই কর্ণপাত করছেন না এদিনের ঘটনায় তা স্পষ্ট।