প্রত্যাশা অনুসারে বেতন বৃদ্ধি করছে না IT Sector ! পিছনে কি আর্থিক মন্দা ?
বেতন বৃদ্ধি করছে না IT Sector !
The Quiry : IT Sector আগামী বছর বার্ষিক মাইনে বৃদ্ধি আশামাফিক হচ্ছে না। এমনকি অনেকের প্রোমোশনেও কোপ পড়ছে কিছু সংস্থায়। প্রাথমিক আঁচ মিলেছে ইনফোসিসের মাইনে বৃদ্ধিতে। আগামী বছর মাইনে বাড়ানোর ব্যাপারে হতাশ করল আইটি সেক্টর। আদৌ কি হবে নতুন প্রোমোশন ? সে গুড়েও বালি।
আনুমানিক এক বছর আগে শুরু হয়েছিল এই আর্থিক মন্দা। তবে আগামী ছ’ মাস এই অবস্থা চলবে বলেই অনুমান। এর ফলে আগামী বছর নতুন যারা জয়েন করবেন তাদের বেতন নাও বাড়তে পারে। এদিকে অভিজ্ঞতার নিরিখে কর্মীদের মাইনে দিতে হয়। ৫০ থেকে ৬০ শতাংশ খরচ হয় একটি সংস্থার। অন্যদিকে সমস্যা তৈরি হয়েছে গ্রাহকদের তরফে।
প্রত্যাশা অনুসারে বেতন বৃদ্ধি করছে না IT Sector ! পিছনে কি আর্থিক মন্দা ?
আরও খবর- Corona in Kolkata : করোনার অস্তিত্ব কলকাতায়! শহরের চিকিৎসাধীন তিন রোগীর শরীরে করোনার অস্তিত্ব
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে সাধারণত প্রতি বছর ২০ শতাংশ মাইনে বাড়ানো হয়। সাধারণত অন্য বছরে এই কর্মীদেরই ৪০ শতাংশ মাইনে বাড়ত। কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ মাইনে বাড়ার নজিরও রয়েছে। তবে বাজারের মন্দার কারণে যা অনেকেই কম এখন।