Japan : ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনদের জন্য হাহাকার – এরই মাঝে ভারী বৃষ্টি ও হড়পা বানের সতর্কতা জাপানে
জাপান প্রশাসনের তরফে ফের ভূমিকম্পের সতর্কতা
The Quiry : Japan ভূমিকম্পের দুইদিন পরও ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনদের খুঁজে চলেছেন বাসিন্দারা। এরইমধ্যে ফের বিপদের সতর্কতা। জাপান প্রশাসনের তরফে ফের ভূমিকম্পের সতর্কতা জারি করা হল। পাশাপাশি ভারী বৃষ্টি ও হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে এখনও অবধি ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে জাপান প্রশাসনের তরফে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে , ক্রমাগত আফটারশক হচ্ছে জাপানে। আবহাওয়াও খারাপ হচ্ছে। প্রবল শৈতপ্রবাহের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলে হড়পা বানও নামতে পারে। ১ লা জানুয়ারির ভূমিকম্পের পর এখনও অবধি প্রায় ১৫৫ বার কম্পন অনুভূত হয়েছে জাপানের বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোটো উপকূল। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে। জাপান সরকার জানিয়েছে, মঙ্গলবার অবধি ভূমিকম্পে ৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন ২২ জন। প্রসঙ্গত , ২০১১ সালের ভয়ঙ্কর সুনামির সাক্ষী হয়েছিল জাপান। ২০১১ সালের ১১ মার্চ জাপানের হোংসু দ্বীপে জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ঐ কম্পনের তীব্রতা ছিল ৯। মারা গিয়েছিল প্রায় ১৮ হাজার মানুষ , যা জাপানের ইতিহাসে প্রথম।
Japan : ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনদের জন্য হাহাকার – এরই মাঝে ভারী বৃষ্টি ও হড়পা বানের সতর্কতা জাপানে
আরও খবর- Reliance Group : ‘ইন-স্পেস’কে প্রয়োজনীয় নথি , এবার স্যটেলাইট ইন্টারনেট পরিষেবায় আত্মপ্রকাশ রিলায়েন্স গ্রুপের
গত সোমবার ভোররাতে কেঁপে ওঠে জাপানের রাজধানী টোকিও থেকে কান্তো এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। ভূমিকম্পের পর গোটা দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার ভোর রাতে ভূমিকম্পের পর দুপুর পর্যন্ত প্রায় ২১ বার কেঁপে ওঠে জাপান। প্রায় ৩৩,৫০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কে লোকজন বাড়ি ছেড়ে রাস্তায় নামে।