চিঠিতে জীতিনের নাম, ক্ষোভের আগুন উত্তরপ্রদেশের কংগ্রেসে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বৈঠকের পর ফের সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠি নিয়ে শুরু হল কংগ্রেসের অন্তদ্বন্দ্ব। চিঠিতে আবেদনকারী জিতিন প্রসাদের বিরুদ্ধে দলগত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি পাঠালো উত্তরপ্রদেশ কংগ্রেসের একটি অংশ।

ঘটনার নিন্দা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবাল। টুইটারে তিনি লেখেন, এই মুহুর্তে উত্তরপ্রদেশের কংগ্রেসের উচিত ছিল বিজেপির বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সেটা না করে বরং নিজেদের মধ্যে লড়াই করে ব্যস্ত তাঁরা। ঘটনাকে নিন্দা জানিয়েছেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি।

গত ৭ অগাস্ট পুর্ণ সময়ের সভাপতির নিয়োগের আবেদন জানিয়ে সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন ২৩ জন বর্ষীয়ান কংগ্রেস নেতা। যার মধ্যে এই তিন কংগ্রেস নেতাও ছিলেন। কিন্তু সকলকে ছেড়ে জীতিন প্রসাদের পিছনে পড়েছে লাখিমপুর খেরির কংগ্রেস সদস্যরা।

করোনা আক্রান্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ও বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ

চিঠিতে বলা হয়, জীতিন প্রসাদা ওই ২৩ জন কংগ্রেস নেতার মধ্যে একমাত্র, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। শুরু থেকেই গান্ধী পরিবারের বিরোধিতা করে আসছে জীতিনের পরিবার। আরও একবার সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে সেই প্রমাণ দিলেন জীতিন। একসময় জীতিনকে কেন্দ্রীয় মন্ত্রীপদ পাইয়ে দিয়েছিলেন সোনিয়া জি। আজ তার এই পরিণতি হল? তাই জেলা কংগ্রেসের তরফে জীতিনে শাস্তির আর্জি জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি পাঠানো হয়েছে।

২০০৯ সালে ধৌরহরা লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন জীতিন। তারই একটি অংশ লাখিমপুর খেরি। কংগ্রেসের অন্যতম মুখ জীতিনকে উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ভোটের অন্যতম মুখ হিসাবে বলা হয়।

যদিও এবিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধীর তরফে কিছু জানানো হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু জানিয়েছেন, এটা দলীয় কর্মীদের মনের কথা। কিভাবে তাঁদের মনের কথাকে তিনি রুখে দিতে পারেন?

জীতেন প্রসাদের বাবা জিতেন্দ্র প্রসাদ ১৯৯৯ সালে সর্বভারতীয় কংগ্রেস সভাপতির লড়াইয়ে সোনিয়া গান্ধীর বিপক্ষে লড়াই করেন। ২০০২ সালে তাঁর মৃত্যু হয়। তাই চলতি বছরে আবেদনকারীদের চিঠিতে জীতিন প্রসাদের নাম উল্লেখিত থাকায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে৷

সোমবার চিঠির ভিত্তিতে বৈঠক ডাকেন কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধী। দীর্ঘ সাড়ে সাত ঘন্টার বৈঠকের পর সেই পদে সোনিয়া গান্ধীকে বেছে নেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

সম্পর্কিত পোস্ট