বামপন্থী উদীচী সংগঠনে বোমা হামলা, JMB জঙ্গির ফাঁসি বাংলাদেশে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভয়াবহ বোমা হামলার ১৬ বছরের মাথায় বাংলাদেশ সরকার ফাঁসি কার্যকর করল জেএমবি জঙ্গি। ২০০৫ সালে এই জঙ্গি সংগঠন বোমা হামলা চালায় বাংলাদেশের প্রধান সাংস্কৃতিক সংগঠন উদীচী’র নেত্রকোনা কার্যালয়ে। সেই নাশকতায় ৮ জনের মৃত্যু হয়। ভয়াবহ সেই ঘটনার পিছনে থাকা জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গি আসাদুজ্জামান পনিরের ফাঁসি হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে।
ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় জেলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই জেএমবি জঙ্গির ফাঁসি কার্যকর করে। এর আগে নারায়ণগঞ্জে পরপর দুটি জঙ্গি ডেরা ধংস করেছে বাংলাদেশ জঙ্গি দমন বিভাগ। অন্যদিকে পশ্চিমবঙ্গে ধরা পড়েছে বাংলাদেশ থেকে গোপনে এসে নাশকতার জাল ছড়ানো জঙ্গি ও তাদের কয়েকজন লিংকম্যান। এরা জেএমবি সংগঠনের সদস্য।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলা হয়। এই হামলার পরেই জেএমবি সংগঠনের বিরুদ্ধে অভিযানের রাশ আরও শক্তিশালী করে বাংলাদেশ সরকার। উদীচী শিল্পগোষ্ঠী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদের প্রথম সারির সাংস্কৃতিক সংগঠন। বামপন্থী মতাদর্শের এই সংগঠনটির উপর বারবার জঙ্গি হামলা হয়েছে।
সরকার গড়লে তালিবানদের সঙ্গে কাজ করার বার্তা ইংল্যান্ডের
১৯৯৯ সালে যশোরে সাংস্কৃতিক সংগঠন উদীচীর সমাবেশে বোমা হামলা হয়। সেই জঙ্গি হামলায় ১০ জন নিহত এবং ১৫০ জনের মত আহত হন।এদের অনেকেই তাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারানো। বিবিসি জানাচ্ছে এই খবর।এর পরেই জঙ্গিরা নেত্রকোনায় উদীচী কার্যালয়ে হামলা চালায়।
উদীচী: পাকিস্তান সরকারের ভয়ের কারণ, জঙ্গিদের শত্রু
অখন্ড পাকিস্তান আমলে ততকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি মনন ও সাংস্কৃতিক ধারা বজায় রাখতে তৈরি হয় উদীচী শিল্প গোষ্ঠী।
১৯৬৮ সালে পাকিস্তান সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জুড়ে রাজনৈতিক গণ অভ্যুত্থান চলছিল। সেই প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের বামপন্থীরা তৈরি করেন সাংস্কৃতিক প্রতিরোধ সংগঠন উদীচী। শুরু থেকেই বারবার পাক সামরিক শাসনের বিরুদ্ধে গিয়েছে এই সংগঠন। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।
বাংলাদেশ তৈরির পর উদীচী হয় দেশটির প্রথম সারির সাংস্কৃতিক সংগঠন। পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় থাকা জেএমবি সহ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে সরাসরি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলেছেন বামপন্থী উদীচী সংগঠনের কর্মীরা। এর জেরে বারবার হামলায় রক্তাক্ত হয়েছে উদীচী।