খড়গপুরে ধোনি আসার অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধা মা কলাবতী দেবী

খড়গপুর স্টেশনের একজন সাধারণ টিকিট কালেক্টর থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার হাতে খড়ি এই মাঠ থেকেই। 

Story Highlights
  • খড়গপুরে ধোনি আসার অপেক্ষায় দিন গুনছেন বৃদ্ধা মা কলাবতী দেবী

মেঘনাদ সামন্ত

মানুষ আজ আর নেই মানুষ, হয়েছে স্বার্থপর।

কি কথাটা শুনে অবাক হলেন তাই তো। অবাক হওয়ারই বিষয়। সত্যি দুনিয়া এতটাই স্বার্থপর যে ছেলে হাত ভর্তি টাকা পেয়ে মাকেও ভুলে যায়। অনেক সন্তান বিয়ে করে বউ এর কথায় ভেড়া হয়ে মা কে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়।এই ঘটনা সমাজে প্রায় দিন ঘটেই চলছে।

জন্ম দেন যিনি তিনিও মা আর যিনি সন্তান ভেবে বুকে টেনে নেন তিনিও মা। খড়গপুর স্টেশনের একজন সাধারণ টিকিট কালেক্টর থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার হাতে খড়ি এই মাঠ থেকেই।

আরও পড়ুনঃ অনির্দির্ষ্টকালের জন্য বন্ধ ৪০ টি শিশু শ্রমিক বিদ্যালয় , কর্মহারা বহু পরিবার

খড়গপুরে ধোনি

খড়গপুর শহরের আলভা ময়দান। যেখানে ক্রিকেট প্র্যাকটিস করতেন তিনি।যাঁর কথা এতক্ষন ধরে বিশ্লেষণ করা হচ্ছিলো তিনি কে জানেন?

ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনি যখন খড়্গপুরে থাকতেন তখন এই বৃদ্ধাই তাকে রান্না করে খেতে দিতেন। এর পাশাপাশি এঠ বাসন ও ধুয়ে দিতেন কলাবতী দেবী।

কিন্তু ধোনি আর আসেনা।এই কষ্ট বুকে নিয়ে দিনযাপন করছেন কলাবতী দেবী।

রেলের একটি ভাঙা ঘরে থাকেন এই বৃদ্ধা।প্রত্যেকদিন খাবার দেন পাশের রেলের কোয়াটারে থাকা কিছু লোকজন।

কলাবতী দেবী বলেন,’এখানে এসে থাকতো ধোনি।আমাকে মা বলে ডাকতো।আমিও তাকে ছেলে বলতাম।একবার তো আসতে পারে।বিয়ে করেছে শুনেছি।কিন্তু আর আসেনা ধোনি’।

এই কথা বলেই কেঁদে ফেললেন কলাবতী দেবী।

খড়গপুরে ধোনি আসার অপেক্ষায় কলাবতী দেবী

আজও ছেলেকে একবার দেখার অপেক্ষায় মা কলাবতী দেবী।বৃদ্ধার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছেন।সঙ্গী বলতে ছিল একটি মেয়ে।

কিন্তু নিয়তির কি পরিহাস সেই মেয়েও মারা যায়। আজ পুরো একা কলাবতী দেবী।সঙ্গী বলতে বৃদ্ধার কাছে রয়েছে শুধুই চোখের জল।এমনকী বিধবা ভাতা থেকেও বঞ্চিত এই বৃদ্ধা।

তবে কি ধোনি আসবে এই অসহায় মা কে দেখতে? প্রশ্ন কিন্তু রয়েই গেল।

সম্পর্কিত পোস্ট