রাত পোহালেই উপনির্বাচন, তৎপরতা তুঙ্গে খড়দহে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার খড়দহ (khardah) কেন্দ্রের উপনির্বাচন (Byelection)। তার আগে আশি ঊর্ধ্ব ভোটার এবং শারীরিক বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৬১৪ জনের ভোট নিয়েছে নির্বাচন কমিশন।

শারীরিক অসুস্থতা এবং প্রতিবন্ধকতার কারণে এই ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারবেনা বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। সেইমত তাদের বাড়ি বাড়ি গিয়ে ব্যালটে ভোট নেওয়া হয়।রাজনৈতিক দলগুলির প্রচার শেষ হতেই ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই উপনির্বাচন পরিচালনা করতে কুড়ি কোম্পানী কেন্দ্রীয় বাহিনী খড়দায় এসে পৌঁছেছে।

ধূলিকণায় বাড়ছে বায়ুদূষণ, দূষণ মাপতে সীমান্তবর্তী জেলাগুলিতে বসছে এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন

শুক্রবার ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছাছেন ভোট কর্মীরা। খড়দহ কেন্দ্রে মোট ৩৩৫টি বুথ। প্রতিটি বুথেই ভোট পরিচালনার জন্য থাকবে চারজন করে ভোট কর্মী। তবে এবার মহিলা বুথ থাকছে না বলেই প্রশাসন সূত্রে জানা গেছে। দুর্গাপুজোর (Durgapujo) পর কোভিড (Covid19) গ্রাফ বাড়তে থাকায় উপনির্বাচন কোভিড বিধি নিষেধ মেনে সতর্কতার সঙ্গেই পরিচালিত হবে।

জানা গেছে, ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্র গুলি স্যানিটাইজ করা শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে প্রশাসন জানায় “একশো শতাংশ বুথেই ভোট করার জন্য ইতিমধ্যেই সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটারদের থার্মালগান দিয়ে তাপমাত্রা মেপে ভোট কেন্দ্রে প্রবেশ করানো হবে। ভোটারদের জন্য মাস্ক এবং গ্লাভসের ব্যবস্থা থাকবে। গ্লাভস পরেই ভোটাররা ভোট প্রদান করবেন।”

সম্পর্কিত পোস্ট