করোনা আক্রান্ত হয়ে প্রয়াত খড়দার tmc প্রার্থী কাজল সিনহা
দ্য কোয়ারি ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দা বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ষষ্ঠ দফা ভোটের আগের দিনই প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি তে ভর্তি করা হয় তাঁকে।
পরিস্থিতিতে সংকটজনক সেটা চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন। রবিবার সকাল পৌনে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর।শোক প্রকাশ করে টুইট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Very, very sad. Shocked. Kajal Sinha, our candidate from Khardaha, succumbed to Covid.He dedicated his life to serving people & just fought a tireless campaign. He was a long-serving committed member of @AITCofficial. We will miss him. My condolences to his family & his admirers
— Mamata Banerjee (@MamataOfficial) April 25, 2021
অতি মারি পরিস্থিতিতে 2021 সালের নির্বাচনে প্রার্থী হননি এই কেন্দ্রে দুইবার জয়ী রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার বদলে এবার প্রার্থী করা হয় এলাকার ভূমিপুত্র কাজল সিনহাকে। কিন্তু দীর্ঘ প্রচার কার্যের মধ্যেই নির্বাচনের দিন করোনা আক্রান্ত হন তিনি। তাকে তড়িঘড়ি বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকলেও, ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে। ২৩ এপ্রিল তাকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। গত তিনদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাতেও শেষ রক্ষা হল ন।
এদিন সকালে মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া তাঁর সমর্থকদের মধ্যে। খরদা এলাকার জনপ্রিয় নেতা ছিলেন তিনি। জনসমর্থনের কারণেই তৃণমূল এবার তাঁকে প্রার্থী করে।
উল্লেখ্য আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে 2 বিরোধী প্রার্থীর মৃত্যুর কারণে বিধানসভা ভোট স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে অবশ্য সে ঘটনা ঘটেনি খরদা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই তার মৃত্যু হল।
এদিকে, এখনো তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। রয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, শশী পাঁজার নামও।
অন্যদিকে নির্বাচনের পরই করণ আক্রান্ত হয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তার শারীরিক অবস্থা প্রথমদিকে যথেষ্টই আশঙ্কাজনক ছিল। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তাকে ক্রিটিকাল ওয়ার্ড থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে।