দুস্কৃতীদের তালিকায় ক্ষুদিরাম ! জনরোষে ওয়েবসিরিজ অভয় টু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হিন্দি ওয়েব সিরিজে ক্রিমিনাল লিস্টে ক্ষুদিরামের ছবি। না না ঠিকই পড়ছেন। এমনটা হয়েছে জনপ্রিয় ওয়েব দুনিয়ার একটি ওয়েব সিরিজে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেন ঘোষ পরিচালিত নতুন ওয়েব সিরিজ অভয় টু। অভিনয়ে রয়েছেন কুণাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পান্ডে এবং বিদীতা বাগ। পুলিশ অফিসারের চরিত্রে একটি দৃশ্যে কুণালের কথোপকথনে সময় প্রকাশ্যে আসে এই ছবি।

স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত এই ওয়েব সিরিজে বিল্পবী ক্ষুদিরাম বসুকে এহেন তকমা দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সোশ্যাল মাধ্যমে। অবিলম্বে পরিচালক কেন ঘোষকে গ্রেফতারের দাবীতে সরব হয়েছেন অনেকেই।

এখন প্রশ্ন হল, তবে রিসার্চ টিমের গাফিলতি? নাকি পরিচালকের নজরে আসেনি এই ঘটনা?

নিজেদের ভুল বুঝতে পেরে জি ফাইভ স্বীকারোক্তি দিয়েছে, ‘কোনও গোষ্ঠীকে আঘাত করার লক্ষ্যে এমন পদক্ষেপ করা হয়নি। দর্শকদের প্রতিক্রিয়া মাথায় রেখে আমরা ক্ষুদিরাম বসুর ছবিটি ব্লার করে দিচ্ছি।’

তবে কেন ঘোষ বা কুণাল খেমুর তরফে অবশ্য আলাদা কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সম্পর্কিত পোস্ট