আফগানিস্তান থেকে বিমান অপহরণ বার্তা তুলে নিল ইউক্রেন
দ্য কোয়ারি ডেস্ক: আচমকা উল্টো গাওনা। আফগানিস্তান থেকে বিমান অপহরণের বার্তা তুলে নিল ইউক্রেন সরকার। এবার জানানো হয়েছে সব যাত্রীরা নিরাপদ।
ইউক্রেন সরকার আগে জানিয়েছিল, তাদের দেশের যাত্রীবাহী বিমান কাবুল থেকে ইউক্রেনিয়দের নিয়ে ফেরার পথে মাঝ আকাশে অপহরণকারীরা সক্রিয় হয়।
ইউক্রেন সরকারকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানায় কাবুল থেকে উড়ানের কিছু পরেই বিমানটি চলে গিয়েছে অপহরণকারীদের দখলে। প্রাথমিকভাবে উঠে আসে, অপহরণকারীরা ইরান যেতে চাইছে। ইউক্রেন সরকার এখন জানাচ্ছে অপহপণের সংবাদটি সঠিক নয়।
তালিবান জঙ্গিরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেদেশে থাকা বিদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলি নিজেদের বিশেষ বিমান পাঠাচ্ছে। ইউক্রেন সরকার তেমনই বিমান পাঠিয়েছিল।
ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী জানান বিমানটি কারা অপহরণ করল তা নিশ্চিত নয়। তবে সেটির মুখ ইরানের দিকে ঘুরেছে। তবে এই তথ্য ইউক্রেন সরকার তুলে নিয়েছে।
প্রথম তালিবান সরকারের আমলে ১৯৯৯ সালে নেপাল থেকে ভারতীয় বিমান IC814 অপহরণ করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গিরা সেই বিমান নেপাল থেকে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহী হয়ে আফগানিস্তানের কান্দাহার বিমান বন্দরে নিয়ে গেছিল। পরে অপহরণকারীদের দাবি মতো জঙ্গি নেতা মাসুদ আজাহারের মুক্তির বিনিময়ে যাত্রীরা বাঁতেন। তবে এক যাত্রীকে মারে পাক জঙ্গিরা।