লাখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশ সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি স্থির করল সংযুক্ত কিষাণ মোর্চা। ১৮ অক্টোবর সারা দেশজুড়ে রেলরোকো আন্দোলনের ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার। ২৬ অক্টোবর লখনৌতে বিরাট মহাপঞ্চায়েতের ঘোষণা করল এসকেএম।

এর আগে ১২ অক্টোবর লাখিমপুর খেরিতে উপস্থিত হবেন কৃষকরা। সেখানে রাত আটটা লাগাদ শোকবার্তা জ্ঞাপন করবেন তাঁরা। লাখিমপুরের ঘটনা জালিয়ানওয়ালাবাগের ঘটনার থেকে আলাদা নয় বলে জানিয়েছেন স্বরাজ ভারত প্রধান যোগেন্দ্র যাদব।

এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর গ্রেফতারের দাবী তুলেছে সংযুক্ত কিষাণ মোর্চা৷ সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে অজয় মিশ্রকে সরানোর দাবী জানিয়েছেন তাঁরা।

আগামী ১৫ অক্টোবর দশেরার দিনে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়াবেন। লাখিমপুর খেরিতে মৃত কৃষকদের অস্থি নিয়ে প্রত্যেকটি রাজ্যে যাবেন কৃষকরা।

রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ঘটনায় ৪ জন কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর দিকে৷

বৃহস্পতিবার আশীষের বিরুদ্ধে সমন জারি করার পর শনিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

সম্পর্কিত পোস্ট