মুখ্যমন্ত্রীর সফরের আগেই হুঁশিয়ারী, কোচ কামতাপুর রাজ্যের দাবিতে KLO-র ভিডিও বার্তা প্রকাশ্যে
দ্য কোয়ারি ওয়েবডস্কঃ ফের একবার কেএলও-র ভিডিও বার্তা প্রকাশ্যে এল। ভাইরাল এই ভিডিও বার্তার মধ্য দিয়ে ফের একবার কোচ কামতাপুর রাজ্য দাবি নিয়ে সরব হতে দেখা গিয়েছে দেখে । ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে। ভিডিওবার্তায় প্রকাশ্যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যাতে কোচ কামতাপুর রাজ্য যেকোনো রকম হস্তক্ষেপ না করে।
কোচ কামতাপুর গঠনে বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারের কোনরকম নৈতিক অধিকার নেই । কোচ কামতাপুর জনগণ কোচবিহার রাজ্য অথবা কামতাপুর রাজ্য গঠন করবে । নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। ভিডিওবার্তায় বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়, জন বারলা , নিশিথ প্রামাণিক নাম উল্লেখ করে বলেন সংখ্যাগরিষ্ঠতা বিধায়ক সাংসদদের নিয়ে বিষয়টি বিভিন্ন স্থানে পৌঁছে যাওয়ার জন্য ।
প্রধান বিরোধী হয়েও ফিকে গেরুয়া দাপট, সুযোগ নিতে পারবে কী বামেরা?
KLO-র ভিডিও বার্তা প্রকাশ্যে
তারা আরো বলেন জোর করে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার কামতাপুরের উপর তাদের শাসন চাপিয়ে দেয় তাহলে তার পরিস্থিতি ভয়ানক হবে । রীতিমতো পুনরায় এই ধরনের ভিডিও বার্তা ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে । যার কারণ ইতিমধ্যেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বার্তা তাদের ভাইরাল হয়েছে ।
একই সঙ্গে উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে বিজেপি বিধায়ক রা বিভিন্ন সময় মুখ খুলেছেন । এমনকি ইতিমধ্যেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর প্রধান অনন্ত মহারাজ সাথে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
গত শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক । এরপর অনন্ত মহারাজ পরিষ্কারভাবে সব কিছু না বললেও তিনি বলেছেন কিছু একটা ভালো হতে যাচ্ছে । এরই মধ্যে এই নতুন করে কে এল ও- র ভিডিওবার্তা শোরগোল পড়ে গিয়েছে ।