ভোট বালাই, চলতি সপ্তাহে সোমবারের বদলে রবিবার বন্ধ থাকবে চিড়িয়াখানা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেপ্টেম্বর মাস থেকে চিড়িয়াখানা খোলা হয় কলকাতায়। একই সঙ্গে খোলে ভিক্টোরিয়া, বিভিন্ন পার্ক। তবে করোনা বিধি মেনেই চিড়িয়াখানে প্রবেশে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রচারে জেলাভিত্তিক ক্যাম্প, ফের ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

প্রতিবছরই কলকাতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলিপুর চিড়িয়াখানায় সাধারণ মানুষের ঢল নামে। উপচে পড়ে ভিড়। কিন্তু বিগত দু’বছর করোনার কারণেই সেই চেনা ভিড় শীতের মরশুমে উধাও হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবেশ।

তাই ছাড় মিলছে বিনোদন ক্ষেত্রে। আগামী রবিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। মূলত নিরাপত্তার জন্যই আলিপুর চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

সম্পর্কিত পোস্ট