KMC Election 2021: বুথের বাইরে থাকছে থার্মাল গানের ব্যবস্থা, জ্বর নিয়ে মিলবে না ভোটদানের অনুমতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিরোধে কলকাতা পুরসভার ভোটে ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটি বুথেই ভোটদাতাদের শরীরের তাপমাত্রা মাপা হবে। জ্বর বা অন্য কোনও লক্ষণ না থাকলে তবেই ভোটগ্রহন কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে।
আর এর জন্য প্রায় ৫০০০ কর্মী নিয়োগ করছে রাজ্য নির্বাচন কমিশন। যারা বুথের বাইরে ভোটারদের শরীরের তাপমাত্রা মাপবেন। এই তথ্য দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য।
কলকাতা পুরনিগমে মোট ওয়ার্ড ১৪৪টি। মোট ভোটার ৪০ লক্ষের বেশি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেথে এবার বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট বুধ থাকছে ৪,৭৪২টি। করোনা পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক ভোটার সামলাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য নির্বাচন কমিশন।
Cyclone Jawad: প্রবল বৃষ্টিতে জমা জলে বাড়ছে ডেঙ্গু, ভেসেছে চাষের জমি
প্রতিটি বুথেই কয়েকজন করে কর্মী থাকবেন, যারা প্রতিটি ভোটারের শরীরের তাপমাত্রা মাপবেন। ৪,৭৪২টি বুথের জন্য বেশি সংখ্যক কর্মী রাখা হচ্ছে। কারণ বড় বুথে একাধিক কর্মী দেওয়া হবে। আবার বেশ কয়েকজনকে রিজার্ভে রাখা হবে। কেউ অসুস্থ হলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তড়িঘড়ি বদলি করার জন্য।