KMC Election2021: সস্ত্রীক ভোট দিয়েও ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরভোটে ভোট দিয়েও ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন।
গত শনিবার রাতেই রাজ্য নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, পোলিং বুথে শুধুমাত্র জেড প্লাস স্তরের নিরাপত্তা পাওয়া ব্যক্তিরাই নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়েই এ দিন সরব হয়েছেন রাজ্যপাল। যদিও বিধানসভা এবং লোকসভা ভোটেও এটাই দস্তুর বলে জানাচ্ছেন কমিশনের কর্তারা।
রাজ্যপালের বক্তব্য এরাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস স্তরের নিরাপত্তা পান। সুতরাং তাদের কথা মাথায় রেখেই কমিশন ওই নির্দেশিকা জারি করেছে।
রাজ্যপাল বলেন, ‘গতকাল গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এক নির্দেশ জারি করেন। যেখানে বলা হয়, পোলিং বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢুকতে পারবেন। আপনারা দেখেছেন, আমার নিরাপত্তারক্ষীরা সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করেছেন।’
রাত পোহালেই কলকাতা পুরভোট, শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং
রাজ্য রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কোনও ভোটে জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি একজন নিরাপত্তারক্ষী নিয়ে বুথের ভিতর ঢুকতে পারেন। তবে সেক্ষেত্রে নিরাপত্তারক্ষীকে সাদা পোশাকে থাকতে হয় এবং তিনি অস্ত্র প্রদর্শন করতে পারেন না।
এ রাজ্যে এই মুহূর্তে জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নিরাপত্তা জেড প্লাস শ্রেণিতে নেই, তাই তাঁকে নিরাপত্তারক্ষী বাইরে রাখতেই হত ভোটকেন্দ্রে প্রবেশের আগে।