কাজে বাধা দেওয়া এবং অশান্তির চেষ্টা, কুনাল ঘোষকে সমন ত্রিপুরা পুলিশের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নোটিশ পাঠালো ত্রিপুরা পুলিশ। ১০  দিনের মধ্যে তাকে খোয়াই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুনালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাজে বাধা দেওয়া এবং অশান্তির চেষ্টা করা।

গত ৮ আগস্ট খোয়াই থানায় তৃণমূল নেতাদের অবস্থান বিক্ষোভের ঘটনায় আগেই খোয়াই থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ছয়জনের বিরুদ্ধে। সেই মামলা দায়ের হয় ব্রাত্য বসু, দোলা সেন , কুনাল ঘোষ , প্রকাশ দাস এবং সুবল ভৌমিকের বিরুদ্ধে।

এখনও ৯০ মিনিট খেলতে পারি, চিকিৎসাধীন পেলের বার্তা

খোয়াই থানার পুলিশ সূত্রের খবর সেই এফআইআরের প্রেক্ষিতেই কুণাল ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। পাল্টা কুনাল ঘোষ জানিয়েছেন নোটিশ তিনি পেয়েছেন। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে তিনি জানিয়েছেন নির্দেশ অনুযায়ী তিনি হাজির হবেন। আইনের পথে লড়াই হবে। তদন্তকারী অফিসারদের তিনি বলবেন সমস্ত কথোপকথন রেকর্ড করার জন্য।

ত্রিপুরার পুলিশ সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১৮৬  এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। খোয়াই থানার এসডিপিও রাজিব সূত্রধরকে গ্রেপ্তার হওয়ার নেতাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান তৃণমূল নেতারা। একইসঙ্গে পুলিশ এই বিষয়ে অনড় মনোভাব দেখালে তখনই পুলিশের সঙ্গে অবভ্য আচরণ এবং চিৎকার চেঁচামেচির অভিযোগ ওঠে এই ছয়জনের বিরুদ্ধে।

সম্পর্কিত পোস্ট