দিনহাটায় প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী ও বিধায়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজো মিটতেই উপনির্বাচনের প্রচারে নামল সমস্ত রাজনৈতিক দলগুলি। কিন্তু প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এবং বিধায়ক মিহির গোস্বামী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দু’পক্ষের ঠেলাঠেলি ও হাতাহাতি শুরু হয়৷
এদিন সকালে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তখনই তাঁদের ঘিরে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। এরপরেই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে৷ দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তোপ দেগেছে বিজেপি।
হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হতে দেওয়া যাবে না, আরজিকর প্রসঙ্গে সাফ বার্তা স্বাস্থ্য দফতরের
বিজেপি বিধায়কের দাবী, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না। কোচবিহারের পরিস্থিতি আফগানিস্তানের থেকেও ভয়ঙ্কর। পাল্টা দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ দ্য কোয়ারিকে বলেন, “উনি কী আফগানিস্তান গেছেন? আসলে বিজেপি বুঝতে পেরেছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। সেখান থেকে নজর ঘোরাতেই এই কথা বলছেন”।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে জয়লাভ করেন নিশীথ প্রামাণিক। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে সেই কেন্দ্র খালি রয়েছে। আগামী ৩০ তারিখ রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে ওই কেন্দ্রতেও হবে উপনির্বাচন। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার৷