মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল, চিঠি মুখ্য়মন্ত্রীকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ লক্ষ্মীরতন শুক্লার। তবে এখনই ছাড়ছেন না তৃণমূল বিধায়ক পদ।

রাজনীতি থেকে অবসর চেয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একই সঙ্গে তিনি পদত্যাগ করেছেন হাওড়া জেলার শহর সভাপতির পদ থেকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তিনি।

তাঁর কথায়, তিনি ফিরে যেতে চান ক্রিকেটের জগতে। অন্য কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন না বলেও এদিন জল্পনা উড়িয়ে দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।

নবান্ন সূত্রে জানা গেছে গ্রহণ করা হবে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগপত্র। নবান্ন সূত্রে আরো জানা গেছে লক্ষ্মীরতন শুক্ল তার চিঠিতে লিখেছেন তিনি বিধায়ক হিসেবে আপাতত পুরো সময়টাই থাকতে চান।

২০১৬ সালে হাওড়া উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। ছিলেন দক্ষ সংগঠক, সম্প্রতি তাঁকে হাওড়া সদরের জেলা সভাপতি পদে নির্বাচিত করেছিল দল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sourav-will-released-on-wednesday-said-woodland-hospital/

লক্ষ্মীরতন শুক্লা এবং রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গে অরূপ রায়ের যে আঁতাত হাওড়া জেলার রাজনীতিতে তার প্রত্যক্ষভাবে প্রভাব আগেও পড়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর পিছনে কোনও কারণ নেই। তিনি রাজনীতি থেকে খেলাতে মনোনিবেশ করতে চান। তাঁর মন্ত্রীপদ থেকে ইস্তফাপত্র গ্রহণের জন্য রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

অরূপ রায় জানান, লক্ষ্মীরতন শুক্লার এই পদত্যাগ হাওড়া জেলায় কোন প্রভাব ফেলবে না। একুশের নির্বাচনের আগেই জেলা সভাপতির পদ থেকে পদত্যাগের পাশাপাশি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া মানে ময়দান থেকে সেনাপতির পালিয়ে যাওয়া। যেটা কখনোই কাম্য নয়।

বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই লক্ষ্মীরতন শুক্লা তার নিজ দায়িত্বে আবার ফিরে আসুন। তিনি একজন নামী ক্রিকেটার, দক্ষ সংগঠক এবং মানুষ হিসেবেও খুবই ভালো। তার রাজনীতি থেকে সরে যাওয়া রাজনৈতিক জগতের ক্ষতি বলেই মন্তব্য করেছেন সৌগত রায়।

সম্পর্কিত পোস্ট