আইএসএফকে নিয়ে বৈঠকে বসতে চাইছে বাম-কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জোটে শরিকের একটি অংশ হতে চেয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দেন আব্বাস সিদ্দিকি। ২৩০ টি আসন নিয়ে আলোচনার পরেও বাম-কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছেন আব্বাস। একইসঙ্গে আলিমুদ্দিন চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জোটের শরিক করতে।

সেকারণেই আগামী ১৬ তারিখের বৈঠকে বসতে পারে তিন পক্ষ। এবিষয়ে অবশ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনকে চিঠি পাঠিয়েছে আইএসএফ। এমনকি কংগ্রেস হাইকম্যান্ডের কাছেও চিঠি দিয়েছেন আবদুল মান্নান। অর্থাৎ বঙ্গ বিজেপির তরফে কিছুটা হলেও সদর্থক ইঙ্গিত মিলেছে সেবিষয়ে সন্দেহ নেই।

সূত্রের খবর, আইএসএফের জন্য ২ঃ১ অনুপাতে আসন ছাড়তে চাইছে বাম এবং কংগ্রেস। আবার বাংলা থেকে ৪৪ টি আসনে লড়াইয়ের জন্য দুই পক্ষকে চিঠি দিয়েছেন আব্বাস সিদ্দিকি। দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, মালদহ সহ দুই দিনাজপুরে আইএসএফকে জায়গা ছাড়তে চাইছে বাম নেতৃত্ব।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূলকে পরাস্ত করতে জোটে থাকছে আব্বাসও- স্পষ্ট করলেন মহম্মদ সেলিম

আবার মুশিদাবাদ এবং মালদহ সহ দুই দিনাজপুরে শক্তিশালী বলে দাবী করছে কংগ্রেস। তাই একেবারে আলোচনার টেবিলে বসে দুই পক্ষের সমাধান করতে চাইছেন শীর্ষ নেতৃত্ব। গতবারের বৈঠকে বিমান বসু স্পষ্ট করেছিলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের কোনও ক্ষতি না করেই নতুন সংগঠনকে বাস্তবতার ভিত্তিতে আসন দেওয়া যেতে পারে।

ইতিমধ্যেই ২৩০ টি আসন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বাকি ৬৪ টি আসনের আলোচনা চলতি মাসেই শেষ করে নির্বাচনী ময়দানে তোরজোড় করতে চাইছে বাম কংগ্রেস।

একইসঙ্গে বিহার নির্বাচনের পর এবারের নির্বাচনে বিশেষ নজর ছিল সিপিআই(এমএল) এর দিকে। বাংলা থেকে ১২ টি আসনে লড়াই করবেন তাঁরা । সেবিষয়ে দ্য কোয়ারিকে স্পষ্ট করেছেন সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

সম্পর্কিত পোস্ট