ছয় সপ্তাহ পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এবার দুই লক্ষের নীচে রইল সেই সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৬,৩৬৪ জন। তবে মৃত্যুর সংখ্যা এখনও স্বস্তি দিচ্ছে না। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৬৬০ জনের৷
গত দুই সপ্তাহ পরে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা৷ এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৩,৪৩,১৫২ জন। কমেছে সংক্রমণের হারও। এই মুহুর্তে দেশে সংক্রমিত হয়েছেন ১০ শতাংশের কম মানুষ। বাড়ছে সুস্থতার হারও।
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২১,২৭৩ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ২৪,২১৪ জন। কেরলে আক্রান্ত হয়েছেন ২৪,১৬৬ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৩,৩৬১ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৬,১৬৭ জন।
আক্রান্তের সংখ্যা কমেছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,০৪৬ জন। সুস্থ হয়েছেন ১৯,১২১ জন।
দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় হাজার জন। আক্রান্ত হয়েছেন ১.৫৩ শতাংশ মানুষ।
তবে করোনার কমলেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য মন্ত্রক।