আরও কিছুটা কমল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও কিছুটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৫,৫৫৩ জন। ছয় সপ্তাহ পর দৈনিক আক্রান্তের সংখ্যা কম হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকরা। ভারতের মোট আক্রান্তের সংখ্যা ২,৭৮,৯৪,৮০০ জন।
তবে করোনায় মৃতের সংখ্যা ভাবাচ্ছে সরকারকে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬০ জনের। মোট মৃতের সংখ্যা ৩,২৫,৯৭২ জন।
গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২,৭৬,৩০৯ জন। মোট সুস্থ হয়েছেন ২,৫৪,৫৪,৩২০ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১,১৪,৫০৮ জন।
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০,২৯৫ জন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ২০,৬২৮ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২৩,৫১৩ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০,০১৬ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৩,৭৫৬ জন।
সংক্রমণের হারের কথা মাথায় রেখে লকডাউন বাড়িয়েছে কেরল এবং দিল্লি। তবে সংক্রমণ কমে যাওয়ায় লকডাউন তুলে নিতে চাইছে একাধিক রাজ্য।
করোনার রাশ টানতে চলছে টিকাকরণ প্রক্রিয়া। মোট ২১ কোটি মানুষ এখনও অবধি ভ্যাকসিন নিয়েছেন। প্রাইভেট হাসপাতালগুলিকে ভ্যাকসিন দেওয়া প্রটোকলের বাইরে হবে। এই মর্মে শনিবার রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র৷