“চলো ব্রিগেড চলো”, ফ্ল্যাশ মব এবং গানের সুরে ব্রিগেডের অভিনব প্রস্তুতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৮ তারিখ বামদের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশকে ঘিরে জনপ্রিয় ‘টুম্পা’ গানের প্যারোডি জনপ্রিয়তা অর্জন করেছে। বাম কর্মীদের আরও চাঙ্গা করতে এবার গান বাঁধলেন অর্ক মুখোপাধ্যায় এবং জয়রাজ ভট্টাচার্য।
গানটি লিখেছেন জয়রাজ ভট্টাচার্য। সুর এবং কন্ঠ দিয়েছেন অর্ক মুখোপাধ্যায়। বুধবার থেকেই হাওড়া শহরে ‘ফ্ল্যাশ মব’ করে জনপ্রিয়তা অর্জন করেছে এই গান। বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ অ্যাকাডেমির সামনে হয় ‘ফ্ল্যাশ মব’।
“তুমিও শামিল হও। লড়াই তোমার বলো। ২৮ তারিখ দিন। চলো ব্রিগেড চলো”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই গান। গানটি যিনি লিখেছেন সেই বিশিষ্ট নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্যের সঙ্গে কথা বলে দ্য কোয়ারি।
তিনি বলেন, রাজ্য রাজনীতিতে যে বাইনারি চালু করা হয়েছে। যেখানে বলা হচ্ছে লড়াই শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপির। সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের ব্রিগেড যে শুধুমাত্র মানুষের জন্য সেই বার্তাই দেওয়া হয়েছে এই গানের মাধ্যমে।
উল্লেখ্য, ২৮ তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন বামেরা। যার প্রস্তুতি ঘিরে জেলায় জেলায় চলছে প্রস্তুতি কর্মসুচী। এই প্রথমবার বামেদের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন কংগ্রে্স নেতৃত্ব। সভায় বক্তব্য রাখার কথা সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ রাজ্যের একাধিক বাম নেতৃত্ব।
ব্রিগেডের মঞ্চে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী থাকার কথা ছিল। কিন্তু কেরলের প্রচারে ব্যস্ত থাকায় ওই ব্রিগেড উপস্থিত থাকছেন না তিনি। তবে উপস্থিত থাকার কথা এআইসিসির একাধিক নেতৃত্ব।
সভায় উপস্থিত থাকতে পারেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। উপস্থিত থাকতে পারেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। তবে বাম নেতা কানহাইয়া কুমারের উপস্থিতির কথা থাকলেও তিনি থাকবেন কি না সেবিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।