ভারত-আফগানিস্তান বিমান পরিষেবা পুনরায় চালু করার দাবীতে চিঠি তালিবানের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৫ অগাস্ট কাবুল দখল করেছে তালিবান। এরপর থেকেই সমস্ত আপদকালীন ছাড়া সমস্ত রকমের বিমান পরিষেবা বাতিল করেছে ভারত।
এবার বিমান পরিষেবা পুনরায় চালু করার আর্জি জানিয়ে ভারত সরকারকে চিঠি দিল আফগানিস্তানের তালিবান শাসিত বিমান পরিবহন মন্ত্রক৷
ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কে চিঠিতে কাম এয়ার এবং আরিয়ানা আফগান এয়ারলাইন চালু করার আবেদন জানিয়েছে তালিবান।
৭ তারিখ ডিজিসিএকে দেওয়া চিঠিতে বিমান পরিবহন পরিষেবার কার্যকরী মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা লেখেন, আরিয়ানা আফগান এবং কাম এয়ারের সঙ্গে ভারতের যে মৌ সাক্ষরিত হয়েছে তা অনুযায়ী দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু করা প্রয়োজন। তাই আফগান সরকার চায় পুনরায় সমস্ত বিমান পরিষেবা চালু করা হোক।
তিনি আরও বলেন, আমেরিকার ব্যবহারের ফলে কাবুল বিমানবন্দরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কাতারের সহযোগীতায় বিমান পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। যদিও বিমান পরিষেবা পুনরায় চালু করার ক্ষেত্রে ভারত সরকার এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি।
১৫ অগাস্ট তালিবান কাবুল দখলের পর থেকে কাতারের সহযোগীতায় বেশ কিছু দেশের সঙ্গে বিমান পরিষেবা চালু রেখেছিল।
- শুধুমাত্র আমেরিকার বেশ কিছু বিমান পরিষেবা চালু ছিল যার মাধ্যমে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া জারি রেখেছিল আফগান প্রশাসন৷ এরপর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনের অনুমোদনে ১৩ সেপ্টেম্বর থেকে ইসলামাবাদ থেকে কাবুল অবধি বিমান পরিষেবা চালু ছিল।