রাজ্যের ১৫ টি জেলায় বজ্রপাতের পূর্বাভাস, লাল সতর্কতা উত্তরবঙ্গের ৫ জেলায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বিহারে বজ্রপাত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে আগামী তিনদিন পশ্চিমবঙ্গের ১৫ টি জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

কলকাতা, হাওড়া, হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , নদিয়া , মুর্শিদাবাদ , পুরুলিয়া , বীরভূম , বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,ঝারগ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বজ্রপাতের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ১১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই গত দুদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। অতি বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশকিছু জেলা ভাসছে।

কোথাও কোথাও আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আবার কোথাও ২৯০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক ১৭,২৯৬ জন করোনা আক্রান্ত, মৃত ৪০৭

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পং জেলার ঝালং এলাকায়। এখানে ২৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আলিপুরদুয়ার জেলার বেশকিছু জায়গাতেই ২৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কোচবিহার জেলায় বৃষ্টি হয়েছে ২৬০ মিলিমিটারের ওপরে।

এই পাঁচটি জেলায় আগামী রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে হালকা থকে মাঝারি বৃষ্টি হয়েছে। নদিয়া , মুর্শিদাবাদ পুরুলিয়া , বীরভূম প্রভৃতি জেলায় বৃষ্টি হয়েছে।

মূলত ওড়িশায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপ অক্ষরেখা র কারণে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সম্পর্কিত পোস্ট