কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় ও শান্তনু ঠাকুর !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৪ এর নির্বাচনকে পাখির চোখ করেই এখন থেকে ঘুটি সাজাতে শুরু করেছেন মোদি-শাহ। রদবদল হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। সূত্র মারফত জানা গিয়েছে নতুন মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন বাংলা থেকে বেশ কয়েকজন। তবে তারা কারা? সে বিষয়ে যদিও কোনো আভাস পাওয়া যায়নি।
এই বিষয়ে একের পর এক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৈঠক করেন মন্ত্রীসভার সাত সদস্যদের সঙ্গেও। শুধুমাত্র মন্ত্রীসভার রদবদল নয়, পাঁচটি বড় রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেও বড় কোনও প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী৷
সূত্রের খবর, নতুন মন্ত্রীপদের হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের নাম উঠে আসছে।
মোদি 2.O সরকারের আমলে মন্ত্রীসভায় জায়গা পান বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। কিন্তু পূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাননি কেউই। চলতি বছরের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত হন তিনি।
বিধানসভা নির্বাচনের পর দলবদলের হিড়িক বিজেপিতে। তৃণমূলে যোগদান করেছেন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। আশা করা হচ্ছে, মুকুলের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরতে পারেন অনেকেই৷ তাই আগে থেকে লাগাম টানতে মন্ত্রক বন্টন করতে চাইছে পদ্ম শিবির।
একাধিক বিজেপি বিধায়ক ও সাংসদের কাছে ফোন – “তৃণমুলে আসুন”
যদিও বাংলা থেকে পাঁচ জনের তালিকায় এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর। কারণ, মতুয়া ভোটের কথা মাথায় রেখে শান্তনু ঠাকুরকে মন্ত্রক বন্টন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আবার লকেট চট্টোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীকে মন্ত্রীসভায় জায়গা দিয়েও চমক আনতে মরিয়া গেরুয়া শিবির। পিছিয়ে নেই বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারও।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মন্ত্রীসভার রদবদল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।