দেশে অনেকটা কমল কোভিড আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক ৭০ দিন পর নিম্নমুখী দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪,৩৩২ জন। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষের অধিক।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪০০২ জনের৷ এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৬১৯ জন। মোট মৃতের সংখ্যা ৩,৬৭,০৮১ জন। একটানা ৬ দিন দেশে পজিটিভিটির হার ৫ শতাংশের কম।

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৭৫৯ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১৪,২৩৩ জন। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১,৭৬৬ জন। তিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও অবধি সর্বাধিক। কর্ণাটকে ৮,২৪৯ এবং অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৮,২৩৯ জন।

রাজধানী দিল্লিতে অনেকটা কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের। শুক্রবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। সুস্থ হয়েছেন ৫০৪। সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। এখনও অবধি ভারতে টিকা পেয়েছেন ২৫ কোটি মানুষ। কিন্তু টিকার ঘাটতি দেখা গিয়েছে একাধিক রাজ্যে। গত মাসের তুলনায় চলতি মাসে কমেছে টিকাকরণের সংখ্যাও। যা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধি দলগুলি। কোভিড পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত পোস্ট