LPG cylinder price hike : ফের দাম বাড়লো ২৫০ টাকা, আকাশছোঁয়া দাম সিলিন্ডারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেট্রোল-ডিজেলের (Petrol-diesel price hike ) দামবৃদ্ধির সঙ্গে পাল্লা দিচ্ছে এবার গ্যাসের ( LPG cylinder price hike ) দামবৃদ্ধি ও। বাণিজ্যিক রান্নার গ্যাসের (commercial cooking gas) দাম এবার হঠাৎই বাড়ল ২৫০ টাকা সিলিন্ডার প্রতি। ফলে কলকাতায় ১৯ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে উঠলো ২৩৫১ টাকায়।
LPG cylinder price hike
মুম্বাই (Mumbai) ও চেন্নাইতে (Chennai) দাম হবে যথাক্রমে ২২০৫ এবং ২৪০৬ টাকা। প্রসঙ্গত গত দু’মাসে এই নিয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো ৩৬৪ টাকা। এর আগে গত ১ই মার্চ দাম বাড়ানো হয় ১০৫ টাকা তারপর ২২ শে মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা। প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম আলোচনা করা হয়।
১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের মূল ক্রেতা মূলত ছোট দোকান চায়ের দোকান হোক কিংবা অন্যান্য ছোট স্টলগুলি। গত মাসে এক ধাক্কায় ১০৫ টাকা দাম বৃদ্ধির পর এই বৃদ্ধি তৃতীয় সর্বাধিক। সঙ্গে জ্বালানির দামও বাড়ছে। তবে আপাতত গৃহস্থ রান্নার গ্যাসের দাম বদলাচ্ছে না। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল কয়েকদিন আগেই।
Chernobyl : চেরনোবিলের আতঙ্কে রুশ সেনা,যুদ্ধের গতি হ্রাস রাশিয়ায়
গত মার্চে তা সিলিন্ডার ( LPG cylinder price hike ) প্রতি পঞ্চাশ টাকা বাড়ে। বর্তমানে রান্নার জন্য ব্যবহার করা ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি (LPG cylinder) সিলিন্ডারের দাম ৯৪৯ টাকা ৫০ পয়সা। যদিও কিছু কিছু জায়গায় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০০ টাকা ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞ মহলের মতে আগামী দিনে পাইপলাইনে গ্যাস এবং সিএনজি গ্যাসের মূল্য ১০ থেকে ১৫ শতাংশ আরো বৃদ্ধি পাবে। তবে আগামী মাসে এই নতুন দাম কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে।