করোনা আবহে রথ নয় গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন মদনমোহন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ রথযাত্রা। কোচবিহারের মদনমোহন ঠাকুর তার মাসির বাড়ি যাবেন। তবে রথে চড়ে নয়। সুসজ্জিত গাড়িতে।

রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গেলেও ব্যতিক্রম কোচবিহার। আজকের দিনে কোচবিহারের কুলদেবতা ঠাকুর মদনমোহন রথে চড়ে যান মাসির বাড়ি।

প্রতিবছরই জাঁকজমক করে এই রথ টানা হয় বিকেল পাঁচটায়। সেখানে কড়া পুলিশি প্রহরায় মদনমোহন মন্দির থেকে গুঞ্জোবাড়ি ডাঙ্গোরাই মন্দিরে তার মাসির বাড়িতে যান।

তবে এবছর কিন্তু একেবারেই উল্টো ছবি। অন্যান্য বারের মত জাঁকজমক করে কোথাও পালিত হচ্ছে না রথযাত্রা। করোনা আবহে কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।

প্রতিবছর মদনমোহনকে ভক্তবৃন্দরা টেনে নিয়ে যান তার মাসির বাড়ি ডাঙ্গোরাই মন্দিরে। কিন্তু সেটা এই বছর হবে না।

প্রশাসনের নির্দেশে সুসজ্জিত গাড়িতে করেই এবার প্রাণের ঠাকুর মদনমোহন তার মাসির বাড়ি যাবেন।

গুঞ্জোবাড়িতে সাতদিন ব্যাপী যে মেলা চলত এবছর স্থগিত থাকবে তাও। সেখানে প্রশাসনের নির্দেশ অনুযায়ী দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ভক্তবৃন্দদের সেখানে পুজো না দেওয়ার নির্দেশ জারি করেছেন কোচবিহার জেলা প্রশাসন।

গুঞ্জোবাড়ি এলাকার ব্যবসায়ীরা জানান প্রতিবছর সেখানে ভালো ভাবে ব্যবসা করতেন এই সাত দিন ধরে। কিছু উপার্জনও হতো। সেই উপার্জনে এবার বন্ধ হয়ে গেল। করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ রাখার নির্দেশে ব্যবসায়ীরা এবছর কোন ব্যবসা বাণিজ্য করতে পারবে না।।

কোচবিহার জেলা প্রশাসনের তরফে থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গাতে । প্রশাসনের অনুরোধ এবারের রথযাত্রায় ভক্তবৃন্দরা বাড়িতে বসেই মদনমোহন ঠাকুরকে স্মরণ করুন।

মদনমোহনের রথ যাত্রা বাদে অন্যান্য যেসব রথযাত্রা কোচবিহার থেকে বেরোত তা স্থগিত করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট