আনিস কান্ডের প্রতিবাদে মহাকরণ অভিযান, রয়েছে অশান্তির আশঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যতই সময় গড়াচ্ছে ততই আনিস কান্ডে উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আমতা থানার এএসআই (ASI), কনস্টেবল ও এক হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার রাতে আনিসের পরিবারের তরফে থানা গোটা বিষয়টি জানানোর পর যে তৎপরতা প্রত্যাশিত ছিল, তা দেখাননি পুলিশকর্মীরা। তাকে গাফিলতির শামিল বলেই ধরে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের রিপোর্টের ভিত্তিতে এসপি নিজেই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

অন্যদিকে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছেই পড়ুয়াদের। সোমবারের পর আজ মঙ্গলবারও পথে পড়ুয়ারা।আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যেই পার্ক সার্কাস থেকে এই মিছিল শুরু হয়ে গিয়েছে। ডোরিনা ক্রশিং হয়ে মহাকরণ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এই মিছিলের। যদিও পুলিশের তরফে এই মিছিল আটকাতে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন রাস্তায়। যে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থাও করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট