বড় খবর- মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নিষেধাজ্ঞা আজ রাত আটটা থেকে আগামীকাল রাত আটটা অবধি। নির্বাচনী আবহে এই বড় সিদ্ধান্ত বিপাকে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল ধরনায় বসছেন।

পঞ্চম দফার নির্বাচনের মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। রীতিমতো এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাক মুহূর্ত দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ প্ররোচনামূলক মন্তব্য করছেন তিনি। যার জেরে তৈরি হতে পারে অশান্তি।

দিন কয়েক আগেই সংখ্যালঘু ভোট নিয়ে একটি জনসভা থেকে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নির্বাচন কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছিল তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে। চলতি মাসের ৭ এবং ৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শো- কজ করে কমিশন।

শীতলকুচির ঘটনায় হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের

চিঠির প্রত্যুত্তরে তৃণমূল সুপ্রিমো যে জবাব দেন তাতে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। তাই আগামী 24 ঘন্টা তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

মমতা বন্দোপাধ্যায় নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তারা তোপ দেগেছে বিজেপিকেও। এই বিষয়ে Thequiry কে তৃণমূল নেত্রী দোলা সেন জানান, “গণতন্ত্রের কালো দিন। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় উপস্থিত থাকবো। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার জবাব আগামী ২ মে জনগন দিয়ে দেবে।”

সম্পর্কিত পোস্ট