২৬ -র ভরা কোটাল নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ডেস্ক : আসন্ন ভরা কোটাল নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসন। গত কয়েকদিনে বৃষ্টি বেশি হয়েছে। তাই নদীতে জল ভর্তি। ভরা কোটালের ধাক্কায় সমুদ্র এবং নদী উপকূলবর্তী এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি।

২৬ জুন ভরা কোটালে জলোচ্ছ্বাস খুব বেশি হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবার এই দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘‌গত ১৯ দিনে ১ বছরের বৃষ্টি হয়ে গেছে। নদী নালা সব ভর্তি। ২৬ তারিখ ভরা কোটালের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। এই বান সামলাতে এখন থেকেই সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, ২৫ তারিখ থেকে কন্ট্রোলরুম দিনরাত খোলা থাকবে। যে সব জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেখানে দ্রুততার সঙ্গে বাঁধ সারাইয়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জল আটকাতে বালির বস্তা সহ প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখতে বলা হচ্ছে। যে সব এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি, সেখান থেকে মানুষজনকে সরিয়ে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা শাসকদের। আমাদের রাজ্য নদীমাতৃক তাই দুর্যোগ আসবেই। তা সামলাতেও হবে।’‌

তিনি জানান, বাঁধ থেকে একসঙ্গে অনেক জল ছাড়তে নিষেধ করা হয়েছে। ধীরে ধীরে যাতে জল ছাড়া যায় তা দেখতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট