মমতা-মুকুল বৈঠক! আবার মূল স্রোতে ফিরছেন রায়সাহেব?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চাঞ্চল্যকর বললেও কম বলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মুকুল রায়। ঠিক লুকিয়ে না হলেও এই বৈঠকের কথা কাকপক্ষীকেও ফের পেতে দেননি দু’জনের কেউই। দ্বাদশীর দিন কালিঘাটে মমতার বাড়িতে এই হাইভোল্টেজ বৈঠক হয়। এরপরই তৃণমূলের অন্দরে জোর জল্পনা ছড়িয়েছে আবার রাজনীতির মূল স্রোতে ফিরছেন মুকুল।
‘বেতো ঘোড়া’ কংগ্রেসের কোন কাজে লাগবে!
একুশের বিধানসভা ভোটের পর মুকুল রায় পুরনো দল তৃণমূলে ফিরে এলেও কার্যত নিষ্ক্রিয় ছিলেন। আসলে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তর থেকেই তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। বরং এই মাঝের সময়টায় মাঝে মধ্যে অসংলগ্ন কথা বলে খবর হন রায়বাবু। তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও বিরোধীদের একাংশ একে বিধায়ক পদ টিকিয়ে রাখার জন্য মুকুলের কৌশল বলে বর্ণনা করেছিল। কিন্তু দেখা যাচ্ছে যাই খবর হয়ে থাকুক, রাজনীতিবিদ মুকুল রায় পুরো ফুরিয়ে যাননি।
তৃণমূল সূত্রে খবর, দ্বাদশীর দিন প্রায় একঘন্টা ধরে মুকুলের সঙ্গে একান্তে কথা বলেন তৃণমূল নেত্রী। সেখানে আবার ময়দানে নামার কথা বলা হয় দলের প্রাক্তন সাধারণ সম্পাদককে। মমতার এই প্রস্তাবে রাজিও হয়েছেন মুকুল। সম্ভবত গুরুত্বপূর্ণ কোনও পদ নিয়েই কামব্যাক হতে চলেছে রায়সাহেবের! ইতিমধ্যেই সক্রিয় হতে শুরু করেছেন মুকুল।
মমতার সঙ্গে বৈঠকের পরই নাকি মুকুলের কাঁচড়াপাড়ার বাড়িতে রাজ্যের মন্ত্রীদের ঢল নেমেছে। পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক সদলবলে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। এমনকি কাঁচড়াপাড়া ও হালিশহরের রাজনৈতিক সমীকরণও নাকি বদলে যেতে শুরু করেছে। এলাকার মুকুল বিরোধী তৃণমূল নেতা-কর্মীরা মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে।
এখন প্রশ্ন হল মমতার এই পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগাম জানতেন তো? নাকি শাসকদলের অন্দরে দ্রুত সমীকরণ বদলাতে চলেছে? সময়ই এর উত্তর দেবে।