Mamata Banerjee meets Prashant Kishor: সাংগঠনিক রদবদলের আগে পিকের সঙ্গে বৈঠকে মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনে বিপুল জয়ের পর এই প্রথম বার ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৩ ঘন্টা ধরে কালীঘাটের বাড়িতে চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আগামী সপ্তাহেই সাংগাঠনিক স্তরে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে কালীঘাট সূত্রে খবর। তার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এই দিনের বৈঠকে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ের পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।
২০২১ এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের ভূমিকা অনস্বীকার্য।একথা মাথায় রেখেই ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তি করে ফেলেছে শাসক শিবির। পাশাপাশি ২০২৪ এ লোকসভা নির্বাচনে দিল্লি দখল করতে মরিয়া অবিজেপি দলগুলি। ইতিমধ্যেই তার সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগে কাটল জট, দ্রুত নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ আদালতের
পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া শিবিরকে রুখে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার দিল্লি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে দিদি এবার পিএম হবে। ইতিমধ্যেই এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। তিনি নিজেই জানিয়েছেন অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য আগামী সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন। চালু করা হবে এক ব্যক্তি এক পদ নীতি। আজ প্রশান্ত কিশোরের সঙ্গে তার আগে আলোচনার মাধ্যমে রণনীতিতে শান দিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।