নিজের পরিবার অন্যায় করলেও ছাড় নয়, বুলডোজার নীতির কথা মমতার মুখে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে মোক্ষম অস্ত্র প্রয়োগের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমার পরিবারের কেউ যদি জমি দখল করে থাকে, তবে আমার অনুমতি ছাড়াই ভেঙে দিতে বলেছি মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে।”
হঠাৎ মমতা এই কথা বলতে গেলেন কেন? সম্প্রতি একের পর এক দুর্নীতি মামলায় তৃণমূলের নেতারা জড়িয়ে পড়ছেন। তাঁদের বহু নগদ টাকা, সম্পত্তিও উদ্ধার হয়েছে। এই নিয়ে বিরোধীরা সুর চরিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেছে। সবকিছুই মুখ্যামন্ত্রী জানতেন এমনটাই দাবি বিরোধীদের।
জহর ‘জ্বালায়’ কতটা ছটফট করছে তৃণমূল? নাকি উড়ো খই গোবিন্দায় নমঃ
এই আক্রমণে তৃণমূলের অস্বস্তি স্বাভাবিকভাবেই বাড়ছে। এমনকি আদালতে তাঁর ভাইদের সম্পত্তির খতিয়ান নিয়ে মামলা দায়ের হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, ভাইদের সঙ্গে তাঁর নিয়মিত কোনও যোগাযোগ নেই। কেবলমাত্র উৎসবের সময় দেখা হয়।
কিন্তু বিরোধীরা কিছুতেই থামছে না। এই পরিস্থিতিতে তিনি অন্যায়ের সঙ্গে আপস করেন না তা বোঝাতে গিয়েই সম্ভবত যোগীর উত্তরপ্রদেশের মতোই বুলডোজার নীতির কথা উল্লেখ করেছেন। পাশাপাশি দোষ করলে তাঁর পরিবারও ছাড় পাবে না, এই বার্তা দিয়ে তৃণমূলনেত্রী রাজ্যবাসীর আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করলেন বলে রাজনৈতিক মহলের ধারণা।