Bengal Poll: নন্দীগ্রামের প্রার্থী মমতার সম্পদ কমেছে, কিন্তু সম্পদ বেড়েছে শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যায় প্রথম স্থানে রয়েছে তৃণমূল।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ সংস্থার যৌথ সমীক্ষায় উঠে এসেছে। কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৬ জন। সম্পদের দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ আগের তুলনায় সবচেয়ে কমেছে।সম্পদ অনেকটাই বেড়েছে নন্দীগ্রামে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর। এ বারের ভোটে কোটিপতি প্রার্থীদের অন্যতম তিনি।
এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ হল ৯২.৬৬ লক্ষ টাকা। দলগতভাবে বিজেপির ৩০ জন প্রার্থীর গড় সম্পদের পরিমাণ ২.৩১ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৭৯ কোটি টাকা।
এই দফার ১৭১ জন প্রার্থীর মধ্যে এর আগে ভোটে লড়েছিলেন ২০ জন প্রার্থী। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, দাসপুরের তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়া এবং নন্দকুমারের বিধায়ক সুকুমার দে-র সম্পদ কমেছে। তৃণমূলের কোটিপতি প্রার্থীর সংখ্যা ১১ জন। বিজেপির এমন প্রার্থী ১০ জন।
আরও পড়ুনঃ West Bengal Election: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে উত্তপ্ত বারুইপুর
কংগ্রেসের কোটিপতি প্রার্থীর সংখ্যা ২ জন। ফরওয়ার্ড ব্লক, লোকসাম্য পার্টির এক জন করে প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি। এই তালিকায় এক নির্দল প্রার্থীও রয়েছেন।
২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ ছিল ১৬ লক্ষ টাকার বেশি। এ বার তাঁর সম্পদের পরিমাণ ১৩ লক্ষের কিছু বেশি। সম্পদ হ্রাসের পরিমাণ ৩৭ শতাংশ। গত বিধানসভা ভোটের সময় শুভেন্দু অধিকারীর মোট সম্পদের পরিমাণ ছিল ৬২ লক্ষ টাকার কিছু বেশি। এ বারের হলফনামা অনুযায়ী তাঁর সম্পদ এক কোটি টাকার কিছু বেশি। সম্পদ বৃদ্ধির পরিমাণ ৬৮ শতাংশ।
ইলেকশন ওয়াচের অন্যতম পুরোধা উজ্জয়িনী হালিম এই নিয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। হলফনামা বিশ্লেষণ করে সেই অভিযোগ যে সত্য তার প্রমান উঠে এসেছে।