বাইরে থেকে বহিরাগতদের এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেউ কেউ বাইরে থেকে বহিরাগতদের এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্ধধনে এসে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যবাসীকে সাবধানও করেন তিনি। পাল্টা রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন, রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এলেই তাঁরা বহিরাগত!
উল্লেখ্য, দুর্গাপুজো কালীপুজোর মতোই করোনা কালে ছটপুজো পালনের ক্ষেত্রেও একাধিক নিয়ম বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিন পোস্তায় গিয়ে সেই নিয়ম মেনেই সকলকে ছট উদযাপন করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে তিনি পরামর্শ দিলেন, ভিড় এড়িয়ে চলতে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছোট ছোট করে শান্তিপূর্ণভাবে ছটপুজোর আয়োজন করুন। আদালতের নির্দেশ মাথায় রাখবেন, যেভাবে আমরা দুর্গাপুজো বা কালীপুজো করেছি। ছোট ছোট ১৩০০ পুকুর রয়েছে ছটপুজোর জন্য। সেখানে গিয়ে পুজো করুন। ঘরে বসে ছটপুজো করতে বলেছে আদালত। তাই সম্ভব হলে ঘরেই করুন। সম্ভব না হলে পুকুরে বা গঙ্গায় যেখানেই যান ছোট ছোট দলে যান। একসঙ্গে অনেকে মিলে গাড়িতে যাবেন না। ১০-১২ জন করে গাড়িতে যান। স্থানীয় পুলিশ যেভাবে বলছে সেই কথা শুনুন।’ পাশাপাশি সকলকে মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, করোনা কালে একাধিক নিয়মের বেড়াজালের মধ্যে দিয়ে দুর্গাপুজোর আয়োজন হয়েছিল বাংলায়। কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এমনকী ছটপুজোর ক্ষেত্রেও একাধিক নিয়ম বাতলে দিয়েছে আদালত। উদ্দেশ্য, ভিড় নিয়ন্ত্রণ। সংক্রমণ রোখা। সেই কারণে আগেই কলকাতা আদালত বলেছিল, ছটপুজোয় কোনও শোভাযাত্রা করা যাবে না।
সরকারের নজরদারিতে যে সকল ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হবে ছোটো গাড়িতে করে প্রতি পরিবারের ২ জন সেখানে যেতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রেও মাস্ক-স্যানিটাইজার ব্যবহার আবশ্যিক। কোনওভাবে জমায়েত করা যাবে না। প্রয়োজনে রাজ্য ১৪৪ ধারা জারি করতে পারে বলেও জানিয়েছে আদালত।
এদিকে এদিনই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে একই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বহিরাহতরা। বিজেপির পঞ্চপাণ্ডবকে নাম না করেই আক্রমণে বিঁধলেন সুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠক করে সুখেন্দু বলেছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা যেভাবেই হোক রুখতে হবে। বাংলাকে কিছুতেই গুজরাট বানাতে দেওয়া হবে না। বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। শান্তি আর উন্নয়নেই মমতা সরকারের একমাত্র অ্যাজেন্ডা। বাংলার মানুষ কিছুতে বাংলাকে গুজরাত বানাতে দেবে না।