“ভাবের ঘরে বসে চুরি করছেন”- ‘মুকুল’ নিয়ে জোর টানাটানি পদ্ম-ঘাসে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ‘মুকুল তুমি কার?’ ‘গেরুয়া শিবিরের নাকি সবুজ শিবিরের?’
অনেকেই হয়তো ভাববেন এই প্রশ্ন কেন হঠাৎ! তার কারণ এই প্রশ্নের অবতারণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্ন এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। বর্তমানে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার হাতে থাকবে তা নিয়েই তৃণমূল-বিজেপি তরজা চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একধাপ এগিয়ে গেলেন। সরাসরি জানিয়ে দিলেন মুকুল রায় বিজেপি সদস্য!
তিনি বলেন “পিএসিতে মুকুল রায়কে তৃণমূল সমর্থন করবে। মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। যিনি জমা দিয়েছেন মুকুল রায়, তিনি বিজেপি পার্টির সদস্য। এতে অসুবিধে আছে? তাকে তো কালিম্পং থেকে বিনয় তামাংদের পার্টি সমর্থন করেছে। আমরাও সমর্থন করবো।”
ইতিমধ্যেই পিএসি-র জন্য যে মনোনয়ন জমা পড়েছিল তার স্ক্রুটিনিতে গৃহীত মনোনয়নের যে তালিকা তৈরি হয়েছে তাতে মুকুল রায়ের নাম রয়েছে। মোট ২০ জন সদস্য থাকেন পিএসিতে। এই পরিস্থিতিতে চেয়ারম্যান কে হবেন সেটা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করবেন। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরেই আবার নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপাতত তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষন। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। “মুকুল রায় যদি বিজেপির সদস্য হয়ে থাকেন তাহলে তৃণমূল ভবনে যিনি উত্তরীয় পড়লেন তিনি কে? তাকে যিনি উত্তরীয় পরালেন বা যাকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর জন্য তৃণমূল ভবনে বসে তিনিই বা কে?”
ভুয়ো IAS অফিসারের সঙ্গে ভুয়ো TMC নেতারাঃ সরব সৌমিত্র খাঁ
বিজেপির পরিষদীয় দলের তরফে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি পিটিশন জমা দিয়েছেন। ওই পিটিশনে বিধানসভার ৩০২ নম্বর কার্যধারাকে উল্লেখ করে মুকুল রায়ের মনোনয়ন বাতিল করার আর্জি জানানো হয়েছে।
দিন কয়েক আগেই মুকুল রায়কে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভাবের ঘরে বসে চুরি করছেন মুকুল রায়। এসব করে লাভ হবে না। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হতে দেব না। মুকুল রায় আর তৃণমূল কংগ্রেস তো কালীদাসের মতো কাজ করে চলেছে। আইনি লড়াই করছি আমি। আইনের পথেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে ছাড়ব। আমার লড়াইটা অনেক সহজ করে দিচ্ছে তৃণমূল। তৃণমূল ভুল পদক্ষেপ নিচ্ছে তাতে আমার সুবিধাই হচ্ছে।”