ঘুড়ির সুতোয় ব্যবহার করা যাবে না কোনো রকমের মাঞ্জা, নির্দেশ হাইকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জার মরণফাঁদে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরে। সেই দুর্ঘটনা রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট।

ঘুড়ির সুতো বা সিন্থেটিক সুতোই চিনা মাঞ্জা সহ সমস্ত রকমের মাঞ্জা র ব্যবহার বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এ নিয়ে রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২৫ শে মার্চ ঘুড়ির সুতোয় মাঞ্জা ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করা হলেও সে রকম ভাবে তা প্রচার করা হয়নি।

“কে বেশি গরীব দরদী ? প্রতিযোগিতা চলছে”: সোমেন

বিজ্ঞপ্তি জারির মাস খানেকের মধ্যেই মাঞ্জা লাগানো সুতোয় গলা কেটে মৃত্যু হয় খিদিরপুরের এক যুবকের । সেই কথা মাথায় রেখে ই এটিকে নিষিদ্ধ করতে তার প্রচার যাতে ব্যাপকভাবে করা যায় ও যাতে তা করা যায় তা নিয়ে রাজ্য কে কঠোরতার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের হাইকোর্ট।

প্রসঙ্গত, চিনা মাঞ্জায় দুর্ঘটনা এই প্রথম নয় এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। মা উড়ালপুল এর উপর দিয়ে যাওয়ার সময় এক শিশুও মাঞ্জা দেওয়া সুতোয় গুরুতর জখম হয়েছিল।

সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। কয়েকদিন আগে ই আহত হয়েছিলেন এক আইনজীবী।

এরপরে মাঞ্জা লাগানো সুতোর ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবী করুণাময়ী সামন্ত। ওই মামলার ভিত্তিতেই এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সম্পর্কিত পোস্ট