তৈরি হবে মনমোহন সিং ‘মেমোরিয়াল’ – কংগ্রেসের আর্জি মেনে নিল কেন্দ্র
অটল বিহারী বাজপেয়ী সহ প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে যেখানে তাঁদের শেষকৃত্য হয়েছে, সেখানেই গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। মনমোহনের ক্ষেত্রেও তেমনটাই করার দাবি জানায় কংগ্রেস। শুক্রবার এই নিয়ে তৈরি হয় বিতর্ক। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্মৃতিসৌধ তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকার তার জন্য জায়গা নির্ধারণ করে দেবে।
স্মৃতি সৌধ তৈরীর বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। সেই আর্জি মেনে নিল কেন্দ্র। কংগ্রেসের অনুরোধর পর মন্ত্রিসভার একটি বৈঠক বসে। এরপরই অমিত শাহ মনমোহন সিং-এ পরিবার ও মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দেন সরকারি সৌধ তৈরি করার জন্য জায়গা নির্দিষ্ট করা হবে।
নয়া দিল্লির নিগম বোধ ঘাটে হবে শেষকৃত্য। একটি ট্রাস্ট গঠন করা হবে সৌধ তৈরির জন্য। উল্লেখ্য , মনমোহন সিংয়ের শেষকৃত্য ও মেমোরিয়ার তৈরি জন্য জায়গা না খুঁজে দেওয়াটা অপমানজনক বলে দাবি করে কংগ্রেস।