ফের দিল্লিতে অগ্নিকান্ডের ঘটনা, মৃত এক
দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । আগুম নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩৫ টি ইঞ্জিন। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন একজন।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একের পর এক অগ্নিকান্ডের ঘটনা রাজধানী দিল্লিতে। এবার দিল্লির পটপরগঞ্জ শিল্পাঞ্চলের একটি বহুতলে আগুন । আগুম নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩৫ টি ইঞ্জিন। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন একজন।
সূত্রের খবর, বিল্ডিংয়ের তিনতলায় একটি প্রিন্টিং প্রেস রয়েছে। রাত আড়াইটে নাগাদ প্রিন্টিং প্রেসে লাগে আগুন। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৩২ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে দমকল বাহিনী। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল বিভাগের অফিসারদের। বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে ভীষণভাবে আতঙ্ক ছড়িয়েছে।
Delhi: Fire broke out at a paper printing press in Patparganj Industrial Area today, one person dead. 35 fire tenders are present at the spot. pic.twitter.com/7syFT5yF7V
— ANI (@ANI) January 9, 2020
দমকল সূত্রের খবর, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খুব কম সময়ের মধ্যেই তা বিরাট আকার নেয়। সকালের দিকে ধোঁয়া ক্রমশ কমতে থাকে। এখনও অবধি একজনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
গত ডিসেম্বরে দিল্লিতে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ এর অধিক মানুষ। ক্রমাগত ঘটে চলা অগ্নিকান্ডের ঘটনায় প্রশ্ন উঠছে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে।