Minakshi Mukherjee : মীনাক্ষীর কেস ডায়রিতে নির্লজ্জ মিথ্যাচার পুলিশের !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনিস খানের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে আন্দোলন করতে গিয়ে হাজতবাস হয়েছে মীনাক্ষী মুখার্জির ( Minakshi Mukherjee )। আদালতে সরকারপক্ষ বলেছে আন্দোলনকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয়েছে।
পাল্টা যুক্তি খাড়া করে মীনাক্ষী সহ বাকি ধৃতদের আইনজীবী সরকার পক্ষের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেছেন। সেই সব শুনে বিচারক তাঁর নিজের রায় দিয়েছেন। এই সবকিছুই আইনি বিষয়। কিন্তু আদালতে পুলিশের জমা দেওয়া কেস ডায়রি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। মীনাক্ষীদের ( Minakshi Mukherjee ) আইনজীবীর অভিযোগ, কেস ডায়রিতে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে।
Minakshi Mukherjee Arrest
শনিবার বাম ছাত্র-যুবদের ডাকা এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার পাঁচলা। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের সময় ঘটনাস্থল থেকে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে ( Minakshi Mukherjee ) গ্রেফতার করা হয়।
বিধানসভা বসার সময় সংশোধন করে পাঠানো হল রাজ্যপালের কাছে, অপেক্ষা অনুমোদনের
অভিযোগ, আদালতে জমা দেওয়া কেস ডায়রিতে পুলিশ মীনাক্ষীকে গ্রেফতার করার যে স্থান দেখিয়েছে সেটি এসপি অফিস থেকে চার কিলোমিটার দূরে!
শুধু তাই নয়, বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেস ডায়রিতে সরকারের নিষিদ্ধ বিভিন্ন বই ও লাঠিসোটা সহ মীনাক্ষীকে গ্রেফতারের কথা উল্লেখ করা হয়েছে! অথচ, মীনাক্ষী মুখার্জিকে গ্রেফতার করার ঘটনা প্রতিটি সংবাদমাধ্যমে লাইভ দেখানো হয়েছিল। তাই কেস ডায়রি নিয়ে বামেদের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে বলতেই হবে পুলিশ নির্লজ্জ মিথ্যাচার করেছে।
প্রশ্ন হচ্ছে পুলিশকে হঠাৎ কেন এই মিথ্যাচার করতে হল? তবে কি বামেদের মুখ হয়ে ওঠা মীনাক্ষীকে যেনতেন প্রকারে আটকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে পুলিশ?