নির্বাচনে উস্কানীমূলক মন্তব্য, মাণিকতলা থানায় চলছে মিঠুনের জিজ্ঞাসাবাদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ মার্চ ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ এরপর রাজ্যজুড়ে বিজেপি প্রার্থীদের প্রচারে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতাকে৷

নির্বাচনী প্রচারমঞ্চ থেকে নিজের সিনেমার ডায়লগ আওড়াতে দেখা গিয়েছে তাঁকে। কখনও “মারব এখানে লাশ পড়বে শ্মশানে” আবার কখনও “এক ছোবলে ছবি”। তৃণমূলের তরফে অভিযোগ, নির্বাচন পরবর্তী হিংসার জন্য অভিনেতার এহেন মন্তব্য উস্কানি দিয়েছে৷ এবিষয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তাঁরা।

বুধবার নির্বাচন পরবর্তী হিংসায় অভিযুক্ত বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে মাণিকতলা থানার পুলিশের৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছে জিজ্ঞাসাবাদ৷

Covid 19-দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয়। এমনকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ইমেল আইডি দেওয়ার কথা জানায় আদালত। সেই নির্দেশ মতোই বুধবার থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব।

উল্লেখ্য, রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসতে জানিয়েচ্ছিলেন ১৬ জনের মৃত্যু হয়েছে। শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, দুই দলের মধ্যে বিবাদের জন্য মিঠুন চক্রবর্তীর উস্কানিমূলক মন্তব্য দায়ী।

যদিও বিষয়টি নিয়ে অভিনেতার মন্তব্য, ভোট পরবর্তী হিংসার জন্য তিনি দায়ী নন। নিজের সিনেমার ডায়লগ ব্যবহার করেছেন তিনি। যদিও বিজেপির একাংশের দাবী, তৃণমূলে থাকাকালীন নির্বাচনী প্রচারমঞ্চে একই মন্তব্য করতে দেখা গিয়েছিল মহাগুরুকে৷ তখন কোনও দোষ ছিল না। শাসক দলের বিরুদ্ধে কথা বলা মানেই সে দোষি।

সম্পর্কিত পোস্ট