অশোকনগর প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে গান গাইলেন বিধায়ক নারায়ণ গোস্বামী
ওয়েবডেস্ক : অশোকনগর প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে গান গাইলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার অশোকনগর শহিদ সদনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তাঁর বক্তৃতায় বিধায়ক বলেন, সাংবাদিকদের এই সংগঠনের পাশে আছেন তিনি। এদিন প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব স্মরণিকা একযোগে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা।
এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চ থেকে স্থানীয় ৪ জন গুণী মানুষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করে অশোকনগর প্রেস ক্লাব। এই সম্মান প্রাপকরা হলেন লেখক-গবেষক কুমারেশ দাশ, সাংবাদিক প্রলয় কুমার দত্ত, পরিবেশপ্রেমী বঙ্কিম চক্রবর্তী ও প্রাক্তন ফুটবলার সন্তোষ কর।
প্রসঙ্গত, কুমারেশ দাশ একসময় ইতিহাস বিষয়ক পুরাতনী ত্রৈমাসিক পত্রিকা বের করতেন। এখন বাংলা ভাষা শব্দ নিয়ে গবেষণা করছেন। প্রলয় কুমার দত্ত প্রায় অর্ধশতক ধরে সাংবাদিকতা করছেন। ‘৭৫ সালে সত্যপ্রকাশ সাপ্তাহিক সংবাদপত্র দিয়ে তাঁর শুরু। ‘৮৪ সাল থেকে নিয়মিত প্রকাশ করছেন অশোক কল্যাণ পাক্ষিক সংবাদপত্র। পরিবেশপ্রেমী বঙ্কিম চক্রবর্তী গাছদাদু নামে পরিচিত।
নিজের বাড়িতে, পাড়ায় ও বিভিন্ন অঞ্চলে তিনি হাজার হাজার গাছ লাগিয়েছেন। বয়সের ভারে ঠিকমতো চলতে পারেন না। এই অবস্থার মধ্যেও বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছেন তিনি। সন্তোষ কর একসময় ছিলেন অশোকনগরের এক নম্বর গোলরক্ষক। স্থানীয় ফুটবল লীগ ছাড়াও কলকাতা মাঠে খিদিরপুর, মির্জাপুর ও কালীঘাট ক্লাবে দক্ষতার সঙ্গে খেলেছেন তিনি।
হিমাচলের ভাগ্যে মধ্যপ্রদেশের পরিণতিই নাচছে!
সঞ্জয় গান্ধী গোল্ড কাপ বিজয়ী কালীঘাট দলের গোলরক্ষক ছিলেন। বৃহস্পতিবার অশোকনগর শহিদ সদনে এক অনুষ্ঠানে এই ৪ জন গুণী মানুষকে জীবনকৃতিসম্মাননা প্রদান করে প্রেস ক্লাব। কুমারেশ দাশের হাতে জীবনকৃতি সম্মাননা তুলে দেন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা।
এছাড়াও এদিন শহিদ সদন প্রাঙ্গণে চিত্র, ফটোগ্রাফি, অণুচিত্র ও আঞ্চলিক পত্র-পত্রিকা প্রদর্শনীর আয়োজন করে প্রেস ক্লাব। এই প্রদর্শনীতে বসে আঁকো প্রতিযোগিতার প্রতিযোগীদের অঙ্কন ছাড়াও ছিল বাসুদেব পালের অণুচিত্র। চাল, ডালের ওপর তাঁর আঁকা ছবি দেখতে ভিড় জমান বহু মানুষ। অন্যদিকে, ফটোগ্রাফি প্রদর্শনীতে ফটোগ্রাফার দেবাশীষ রায়, শুভাশিস রায়, সুমন সরকার, সুদিন গোলদার, অভিজিৎ সান্যাল, পার্থ মিত্র, শান্তনু চ্যাটার্জির ছবি ছাড়াও প্রয়াত ফটোগ্রাফার সুব্রত বিশ্বাস (টুটুন)-এর প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে তাঁর তোলা বেশকিছু ছবিও রাখা হয়।
বেলা সাড়ে ৩ টেয় এই প্রদর্শনীর উদ্বোধন করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। এরপর ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি সোনার পাথরবাটি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সুখবর সংবাদপত্রের ডেপুটি নিউজ এডিটর প্রশান্ত ভট্টাচার্য ও প্রেস ক্লাব কলকাতার সহসভাপতি শৈবাল বিশ্বাস। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, প্রাক্তন পুলিশকর্তা সুজয় কুমার চন্দ, মানসী ঘোষ দস্তিদার, রাতুল চন্দ রায়, অভিরূপ চক্রবর্তী, আশিস কুমার ঘোষ, অমর চক্রবর্তী, সঙ্গম কালচারাল একাডেমি প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন হাবরা পুরসভার কাউন্সিলার পুষ্পিতা নন্দী, মাধবী ঘোষ প্রমুখ। বক্তব্য রাখেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, অশোকনগর কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায় প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার সকালে অশোকনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবের সূচনা হয়। এরপর ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান ও চক্ষুদান অঙ্গীকার শিবির। এদিন ৩ জন মহিলা-সহ মোট ১৮ জন রক্তদান করেন।
অন্যদিকে, ১০ জন মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করেন। এদিনের অনুষ্ঠানে প্রেস ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী, শ্রীকান্ত চৌধুরি, কাউন্সিলার তাপস ভট্টাচার্য, প্রসেনজিৎ সাহা, প্রাক্তন কাউন্সিলার অনুপ রায়, সিপিআই নেতা স্বপন গুপ্ত, বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ, ভূরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ, অশোকনগর থানার ওসি অয়ন চক্রবর্তী প্রমুখ।