ভারত-আমেরিকা সম্পর্কের নয়া বীজ বপন হল, দ্বিপাক্ষিক বৈঠকের পর জানালেন মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে এল সন্ধিক্ষণ। হোয়াইট হাউজে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানুষের সঙ্গে মানুষের ঐক্যের মাধ্যমে এই দশকের শুরু হয়েছে। আমরা নতুন দশকের শুরুতেই বৈঠক সারলাম। দুই দেশের মেলবন্ধনে জো বাইডেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ভারত এবং আমেরিকার সম্পর্কের নয়া বীজ বপন হল।

এদিন বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হতে চলেছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে কীভাবে লড়াই আরও মজবুত করা যায় সেবিষয়ে দু’পক্ষ আরও বেশী করে চেষ্টা করবে। এছাড়াও উপমহাদেশীয় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একইসঙ্গে পরিবেশ সংক্রান্ত বিষয় এবং শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস আন্তজার্তিক স্তরে একাধিক সমস্যা সমাধানে ভারত এবং আমেরিকা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমি নিজে ২০০৬ সালে বলেছিলাম ২০২০ সালের মধ্যে ভারত-আমেরিকা নিকটতম বন্ধু হতে চলেছে।

এদিন স্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির সঙ্গে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশসচিব এইচ ভি শ্রীংলা, মার্কিন রাষ্ট্রদূত টিএস সাধু এবং প্রধানমন্ত্রীর দুই সচিব বিবেক কুমার এবং আর জি শ্রেষ্ঠ।

এদিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও কোয়াড সামিটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সেই কোয়াড সামিটে ফাইভ জি, মহাকাশ সংক্রান্ত বিষয় সহ উপমহাদেশীয় একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে গুরুত্ব পাবে কোভিড-১৯ এর বিষয়ও।

মোদি-বাইডেন বৈঠকের আগে পোটাসকে ট্যাগ করে টুইট রাকেশ টিকায়েতের

রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও উপমহাদেশীয় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। আলোচনায় উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গও।

সম্পর্কিত পোস্ট