Modi Cabinet Expansion 2021: শুরু শপথ গ্রহণ অনুষ্ঠান, একে একে শপথ নিচ্ছেন মন্ত্রীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দৌড়ে ছিলেন আটজন। তবে শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল চারজনের কপালে। তারা হলেন, আলিপুরদুয়ারের সংসদ জন বারলা, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, সাংসদ শান্তনু ঠাকুর, বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার।

সন্ধে ছটার কিছু পরেই রাষ্ট্রপতি ভবনে শুরু হয়ে গিয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব।ইতিমধ্যেই শপথ নিয়েছেন সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অশ্বিনী বৈষ্ণো, নারায়ন রানে, পশুপতি কুমার পারস, কিরণ রিজিজু এছাড়াও ৪৩ জন শপথ নেবেন আজ।

তালিকায় যারা রয়েছেন,

ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার, রসায়ন ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া, বাবুল সুপ্রিয়, সঞ্জয় ধোত্রে, রতনলাল কাতারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গী দেবশ্রী চৌধুরী, খাঁরাচাদ গেহেলট।

মনে করা হচ্ছে যারা যারা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তাদের প্রত্যেককেই নতুন করে সাংগঠনিক কাজে ফেরাতে পারে দল।

সম্পর্কিত পোস্ট